X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৪ জন ঢামেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৯

অজ্ঞান পার্টি রাজধানীতে পৃথক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন চারজন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ(ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া চারজন হলেন, মো. মমিন হোসেন (২৫), রুহুল আমিন সিকদার (৪২), আব্দুল্লাহ আল আজিজ (৩৪) ও সেলিম মিয়া (৩৫)।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, মোমিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুগড়াপাড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। তিনি মুগরাপাড়া এলাকায়
টাইলসের ব্যবসা করেন। মোমিন বুধবার বিকালে ১ লাখ টাকা নিয়ে ব্যবসায়ের জিনিসপত্র কিনতে বাসে করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। অজ্ঞানপার্টির সদস্যরা তাকে অচেতন করে ১ লাখ টাকা নিয়ে যায়। বাসের চালক সুপারভাইজারের মাধ্যমে খবর পেয়ে তার ভাই সুমন তাকে যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেন। পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

এদিকে রাজধানীর গুলিস্তান থেকে রুহুল আমিন সিকদার নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জেরর ফতুল্লা থেকে ব্যবসায়ীক কাজে ঢাকায় যাচ্ছিলেন। অজ্ঞানপার্টির সদস্যরা তাকে অচেতন করে ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে তার বন্ধু ও বড়বোন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে মিরপুরের টোলারবাগের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল্লাহ আল আজিজ মিরপুর ১০ নম্বরের একটি ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলো বাসায় যাওয়ার জন্য বাসে উঠতেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। তাকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, বাসে উঠতেই একজন পেছন থেকে তার মুখের ওপর একটি রুমাল ঝাড়া দেয়। এরপর থেকেই তিনি অস্বস্তিবোধ করছিলেন। তাকে অচেতনের জন্য কিছু একটা করা হয়েছে বুঝতে পেরে তিনি টোলারবাগ আনসার ক্যাম্প এলাকায় বাস থেকে নেমে পড়েন। এলাকার লোকজনের সহায়তায় তিনি বাসায় যান। সেখান থেকে সন্ধ্যায় তার স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এদিকে বুধবার দুপুরে রামপুরা আবুল হোটেলের সামনে থেকে অচেতন অবস্থায় সেলিম মিয়াকে উদ্ধার করে দুপুর সোয়া ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অচেতন করে অজ্ঞানপার্টির সদস্যরা ১২ হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে গেছে।

/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন