X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিটিটিসির বর্ষপূর্তি: ‘লজিস্টিক সাপোর্ট’ কম হওয়ার পরও সাফল্যের পাল্লা ভারী

নুরুজ্জামান লাবু
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৫

 

সিটিটিসি পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট নেই, তবু পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাফল্যের পাল্লাই ভারী। জঙ্গিবাদ দমনে একের পর এক সফল অভিযান চালিয়ে যাচ্ছে এই ইউনিট। তদন্ত শেষে একাধিক মামলার চার্জশিট দিয়েছে আদালতে। চাঞ্চল্যকর গুলশান হামলার তদন্তও প্রায় গুছিয়ে এনেছে। জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে এক ঝাঁক মেধাবী কর্মকর্তা ও সদস্য। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক বছর পূর্তি হলো এই ইউনিটের।

সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘এক বছরে আমরা আংশিক সাফল্য পেয়েছি। তবে এতে আমরা সন্তুষ্ট নই। কারণ এর মধ্যেই বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে গেছে। আমরা সেগুলো ঠেকাতে পারিনি ঠিকই কিন্তু আগামীতে এই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে, তার জন্য  কাজ করছি।’

সিটি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি কাউন্টার টেরোরিজম ইউনিট গঠিত হলেও এক বছরে এর লোকবল সংকট রয়েছে। ৬ শ’  পদের বিপরীতে বর্তমানে ৪ শ’ সদস্য কাউন্টার টেরোরিজম ইউনিটে নিয়োজিত রয়েছেন। একজন অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একজন যুগ্ন কমিশনার, চার জন উপ-কমিশনার, ১৫ জন অতিরিক্ত উপ-কমিশনার ও ১৫ জন সহকারী কমিশানারের নেতৃত্বে কার্যক্রম চলছে কাউন্টার টেরোরিজম ইউনিটের। এখনও সিটিটিসির সদস্যদের জন্য ভবনের কাজও সম্পন্ন হয়নি। এরই মধ্যে বেশ কিছু সদস্যকে দেশে ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। ভবনের কাজটিও দ্রুত শেষ হয়ে যাবে।

অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের চেষ্টা করছি। সিটিটিসি ইউনিটকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি। পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট পাওয়া যায়নি এটা সত্য, তবে এক বছর একটি বিশেষায়িত ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য খুব কম সময়। এজন্য অন্তত দুই বছর সময় প্রয়োজন। আমরা পর্যায়ক্রমে লজিস্টিক সাপোর্ট যেমন ইকুইপমেন্ট, সদস্যদের প্রশিক্ষণসহ নানা কাজ করছি। দেশপ্রেমের কমিটমেন্ট নিয়ে সীমাবদ্ধতা সত্ত্বেও কাজ করে যাচ্ছি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের পরপরই বেশ কয়েকটি জঙ্গি হামলার মুখোমুখি হয় সিটিটিসি ইউনিট। এর মধ্যে অন্যতম হলো গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা। এই ঘটনার পর কাউন্টার টেরোরিজম ইউনিট জোরেসোরে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গত বছর ২৬ জুলাই কল্যাণপুরের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায়। যেখানে ৯ জন জঙ্গি নিহত হয় ও আহত অবস্থায় একজনকে গ্রেফতার করা হয়। এর এক মাসের মাথায় ২০১৬ সালের ২৭ আগস্ট নারায়ণগঞ্জে অভিযান চালায় সিটিটিসি। সিটিটিসির অভিযানে গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড ও নব্য জেএমবির শীর্ষ নেতা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী তার দুই সহযোগীসহ নিহত হয়। এরপর গত বছর ৩ সেপ্টেম্বর রূপনগরে এক অভিযানে নব্য জেএমবি সদস্যদের প্রশিক্ষক মেজর (অবসরপ্রাপ্ত) জাহিদ নিহত হয়, ১০ সেপ্টেম্বর আজিপুরের এক আস্তানায় অভিযানে একজন নিহত ও চার জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ৮ অক্টোবর গাজীপুরে এক অভিযানে ৭ জঙ্গি নিহত হয়েছে।

সিটির কর্মকর্তারা জানান, গত এক বছরে কাউন্টার টেরোরিজম ইউনিট বিভিন্ন জঙ্গি সংগঠনের অর্ধ শতাধিক সদস্যকে গ্রেফতার করেছে। বিভিন্ন ঘটনায় গ্রেফতার হওয়া সদস্যরা আদালতে স্বীকারোক্তিও দিয়েছে। সিটির একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা ভেতরে ভেতরে একাধিক হামলা ঠেকিয়েছেন, সঙ্গত কারণে তা গণমাধ্যমকে জানানো হয়নি। ওই কর্মকর্তা জানান, কৌশলগত কারণে অনেক কাজ গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে।

পূর্ণাঙ্গ ইউনিট হবে সিটিটিসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইউনিট হয়ে যাত্রা শুরু করলেও পুলিশ মহাপরিদর্শকের এক আদেশে সারাদেশেই কাজ করছে সিটিটিসি। তবে পূর্ণাঙ্গ একটি ইউনিট করার জন্য প্রক্রিয়া চলছে। এ সংক্রান্ত ফাইল অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পূর্ণাঙ্গ ইউনিট হলে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরেও এর কার্যালয় থাকবে। সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘পূর্ণাঙ্গ ইউনিট হলে কাজের গতি আরও বাড়বে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়