X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে ২ নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট, অগ্নিদগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৬

ঢাকা রাজধানী ঢাকায় পৃথক দুইটি দুর্ঘটনার একটিতে দুই জন নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট ও অন্যটিতে চার জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের সবাইকেই চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামপুর থানার ঢাকা ম্যাচ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিক আশরাফ আলী (৫৫) ও শাকিল আহমেদ (২০)।
তাদের সহকর্মী আলামিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশরাফ ও শাকিল ওই বিল্ডিংয়ে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। তাদের দু’জনের বাড়িই পাবনার সুজানগর উপজেলার বনগ্রামে।’ তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই শ্রমিককে দুপুর পৌনে ২টায় ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশরাফ আলীর শরীরের ৪২ শতাংশ ও শাকিল আহমেদের শরীরের ৬০ শতাংশ দ্বগ্ধ হয়েছে।’
এদিকে, আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বংশাল থানার সিক্কাটুলী বটতলা মাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগলে কারখানার মালিকসহ চার জন দগ্ধ হন। তারা হলে— কারখানার মালিক মুরছালিন মিয়া (২১), কর্মচারি আব্দুল হাদিছ (১৯), আজিজুল ইসলাম (১৫) ও সোহেল মিয়া (২০)। গুরুতর অবস্থায় বেলা ২টার দিকে তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
কারখানা মালিক মুরছালিন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫ তলা ভবনের নিচ তলায় আমার জুতার কারখানা। এতে ৬-৭ জন শ্রমিক কাজ করেন। আজ (রবিবার) দুপুরে কাজ করার সময় সলিউশন থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে আমি ও তিন কর্মচারি আগুনে পুড়ে যাই।’

আরও পড়ুন-

রাজধানীতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যুবকের লাশ উদ্ধার

চুরি করে ফল খাওয়ায় শিশুকে গ্রিলের সঙ্গে বেঁধে নির্যাতন!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা