X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মহাখালীতে ঠিকাদার গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৮

গুলিবিদ্ধ সজিব রাজধানীর মহাখালী এলাকায় নিজ বাসার সামনে দিদার হোসেন সজিব (৩৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাত ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের ঠিকাদার বলে জানা গেছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।
আহত সজিব জানান, রবিবার দুপুরে মহাখালী উত্তর পাড়ায় ব্যক্তিগত কাজ শেষে সোয়া ৩টার দিকে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন। দক্ষিণ পাড়ায় বাসার কাছাকাছি একটি ওষুধের দোকানের সামনে আসতেই একই এলাকার জাবেদ নামের একজনসহ দু’জন তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়েন।
সজীব বলেন, ‘একটি গুলি আমার বাম পাঁজরে লাগলে আমি মোটরসাইকেল থেকে পড়ে যাই। এসময় জাবেদ এগিয়ে এসে আবারেও গুলি চালায়। একটি গুলি আমার ডান হাতের আঙুলে লাগে। আমি জাবেদকে জাপটে ধরার চেষ্টা করলে সে আরেকটি গুলি ছুঁড়ে। এই গুলিটি আমার বাম কানের পেছনে লাগে।’ এসময় সজিবের চিৎকারে লোকজন এগিয়ে এলে অস্ত্রধারীরা দৌড়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
কী কারণে হামলা হয়েছে, এ প্রশ্নের জবাবে সজিব বলেন, ‘আমার সঙ্গে এলাকার কারও কোনও বিরোধ নেই। কী কারণে এমন হামলা হয়েছে তা আমি বলতে পারবে না।’
আহত সজিবের ছোট ভাই জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে সজিবকে উদ্ধার করে আমরা প্রথমে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ওকে (সজীব) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই রাত সাড়ে ৭টার দিকে। ওখানে সজিবের শরীর থেকে গুলি বের না করা গেলে আমরা রাত ৮টার দিকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ ঘটনা প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত অবস্থায় সজিবকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসেন তার স্বজনরা। এখান থেকে পরে তাকে অন্যত্র নিয়ে গেছেন তারা।’
/আরজে/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি