X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করে দণ্ডিত ফিরোজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১৩

কারাদণ্ড জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো বোনের স্বামী গিয়াস উদ্দিন গোপালসহ তিন জনের বিরুদ্ধে আনা ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বাদী ফিরোজা বেগম। রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ দণ্ড দেন। কারাদণ্ড ছাড়াও বাদীকে আরও বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সাজা দেন আদালত। তবে রায়ের পর ওই নারী আপিলের শর্তে জামিনের প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আসামি ফিরোজা বেগম তার চাচাতো বোনের স্বামী গিয়াস উদ্দিন গোপালসহ তিন জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ২০১২ সালের ১৮ মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনা মিথ্যা মর্মে ওই বছরের ২০ মে আদালতে চার্জশিট দাখিল করে মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে গিয়াস উদ্দিন গোপাল ওই মামলার বাদী ফিরোজার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মামলা করলে বিচার শেষে বিচারক এ দণ্ড দেন।
ওই ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আলী আসগর স্বপন সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা মামলার জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান থাকলেও বিজ্ঞ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। পরে তাকে জামিনও দেওয়া হয়েছে।’
জানা গেছে, ২০১২ সালে এই নারী ধষর্ণের চেষ্টার অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় ঢাকা জেলার দোহার থানার পূর্ব লটাখোলা গ্রামের মৃত মোহন ব্যাপারীর ছেলে গিয়াস উদ্দিন গোপালসহ তিন জনকে আসামি করা হয়। অন্য দু’জন হলেন একই গ্রামের মিন্টু ও আলম। পরে তদন্ত শেষে পুলিশ ‘মিথ্যা মামলা’ উল্লেখ করে আসামিদের অব্যাহতির আবেদন করে ২০১২ সালের ২০ মে ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

আরও পড়ুন-

সম্প্রচার আইন আগামী অধিবেশনেই: তথ্যমন্ত্রী

সংসদ নির্বাচনে ই-ভোটিংয়ের প্রস্তুতি নেই ইসির

/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা