X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুলিশ হেফাজতে নির্যাতন: পটুয়াখালীর এএসপি ও ওসিকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৬

হাইকোর্ট পটুয়াখালীর বাউফলে পুলিশ হেফাজতে নির্যাতনের একটি ঘটনায় সেখানকার এএসপি সাইফুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৭ ফেব্রুয়ারি সশরীরে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী ফারুক হোসাইন। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর বেঞ্চ এ নির্দেশ দেন।
একই সঙ্গে কেন এই নির্যাতন বেআইনি ঘোষণা করা হবে না, কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। এবিষয়ে যথাযথ তদন্ত করে পুলিশ মহাপরিদর্শককে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।
নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের মা জ্যোৎসা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন।
বিজয়ের মা জোসনা বেগমের অভিযোগ, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে একটি মামলায় বিজয়কে এসআই ফেরদৌস গ্রেফতার করে থানায় নিয়ে যান। ওই দিন রাত ১২টার পর তাকে থানা হাজত থেকে বের করে ওসির রুমে এনে শারীরিক নির্যাতন করেন। রাত দেড়টা পর্যন্ত কয়েক দফা তার ছেলের ওপর নির্যাতন চালানো হয়।
বাদী পক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘এএসপি ও ওসিকে সশরীরে আদালতে হাজির হয়ে ঘটনার বিবরণ  জানাতে নির্দেশ দেওয়ার পাশপাশি রুল জারি করেছেন।’

/এমটি/ইউআই  /এপিএইচ/
আরও পড়ুন: 

৩৫তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে সুযোগ পাবেন সাধারণরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা