X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জঙ্গি তানভীর কাদেরীর লাশ আঞ্জুমানে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৩

 

তানভীর কাদেরী রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত তানভীর কাদেরীর লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার বিকেলে আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তাদের কাছে তারা লাশ হস্তান্তর করে।

আঞ্জুমান মফিদুলের ডিউটি অফিসার নূর আমিন ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ বক্সের কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নূর আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার বিকাল তিনটার দিকে পুলিশ আমাদের খবর দেয়। আমাদের কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে একটি টিম ঢামেক হাসপাতালে গিয়ে একটি বেওয়ারিশ লাশ গ্রহণ করে। তবে লাশটি কার, তা আমরা জানি না।’

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে ডিবি থেকে লাশ হস্তান্তরের বিষয়টি ফোনে জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা লাশ হস্তান্তর করেছেন,এসময় আমি সেখানে ছিলাম না।’

সোমবার বিকালে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সহকারী কমিশনার মো. আহসানুল হক ঢামেক হাসপাতালের ফরেনসিক ও মেডিসিন বিভাগের প্রধানের বরাবর একটি আবেদন করেন।

লাশ গ্রহণের জন্য আবেদনপত্র হাতে লেখা ওই আবেদনে বলা হয়, ‘লালবাগ থানার জিডি নম্বর ৪৪০, তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৬  মোতাবেক একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্ত করার জন্য এবং মৃতদেহ আপনার মর্গে সংরক্ষণের জন্য রাখা হয়েছিল। মৃতের আত্মীয়-স্বজন বা পরিবারের কেউ  সৎকারের জন্য গ্রহণ না করায়, মৃতদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলামে ইসলামি শরিয়ত মোতাবেক দাফনের নিমিত্তে নিম্ন স্বাক্ষরকারীর কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করা হলো।’

আবেদনের নিচে এসি আহসানুল হকের সীল ও স্বাক্ষর রয়েছে।

প্রসঙ্গত,গত বছরের ১০ সেপ্টেম্বর রাতে আজিমপুরের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় সিটিটিসি। এতে জঙ্গি তানভীর কাদেরী নিহত হয় এবং তিন শিশুসহ তিন নারীকে গ্রেফতার করা হয়। ওই তিন নারী বর্তমানে কারাগারে রয়েছে। গ্রেফতার তিনজনের একজন গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফজান ওরফে প্রিয়তি। মারজান কিছুদিন আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। অপর নারী জঙ্গি হচ্ছে শায়লা আফরিন। তার বাড়ি রাজধানীতেই। অপরজনের নাম শারমিন।

/এআরআর/  এপিএইচ/

আরও পড়ুন: অবশেষে দু’টি গাড়ি জমা দিল বিশ্বব্যাংক

সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!