X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির অভিযোগে জবি শিক্ষক সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল হালিম  প্রামাণিকের (সম্রাট) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সঙ্গে কথা বলেন এবং এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। সেই সঙ্গে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে নির্দেশ পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন জবি উপাচার্য।’

এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের নারী নিপীড়ন তদন্ত সেলে পাঠানো হয়েছে। এই তদন্ত সেল সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রতিবেদন দেবে। প্রাথমিকভাবে সাত দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি জবি উপাচার্যের কাছে নাট্যকলা বিভাগের চেয়্যারম্যানের বিরুদ্ধে এক ছাত্রী যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত শিক্ষক ড. মো. আব্দুল হালিম প্রামাণিকের (সম্রাট) মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

আরএআর/এমএমএ/জেএইচ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়