X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৩

যাত্রাবাড়ী রাজধানীর যাত্রাবাড়ীর একটি রেস্তোরাঁয় রান্না করার সময় গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ফারুক মিয়া (৪২) নামে একজন মারা গেছেন। তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট।
গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে কোনাপাড়ার মমিনবাগ এলাকায় রেড চিলি নামের একটি চাইনিজ রেস্টুরেন্টে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে বাবুল বাবুর্চির সহযোগী ফারুক মিয়া (৪২), চাঁন মিয়া (৩০), হারুন মিয়া (৫০), বিল্লাল মোল্লা (৫০) ও খেলানী ওরফে পিচ্চি (১৮) দ্গ্ধ হন।
দগ্ধদের মধ্যে বিল্লাল মোল্লা বাংলা ট্রিবিউনকে জানান, একুশে ফেব্রুয়ারি দিবাগত রাতে ওই রেস্টুরেন্টে একটি বিয়ের অনুষ্ঠানের রান্নার জন্য যান তারা। বুধবার ভোররাত ৪টার দিকে গ্যাসের সিলিন্ডারের লাইন লিকেজ হয়ে খেলানী ওরফে পিচ্চি দ্গ্ধ হয়। বিষয়টি রেস্তোরাঁর মালিকপক্ষকে জানালে তারা রাতে নতুন সিলিন্ডার যুক্ত করেন। কিন্তু সকাল ৮টার দিকে এটি বিস্ফোরিত হয়। এতে বিল্লাল মোল্লাসহ রান্নাঘরে কর্মরত চারজন দগ্ধ হন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বাংলা ট্রিবিউনকে জানান, দগ্ধদের মধ্যে ফারুক মিয়া শুক্রবার বিকালে মারা গেছেন। এছাড়া চাঁন মিয়ার অবস্থাও আশঙ্কামুক্ত নয়। তারও শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। তিনি জানান, দ্গ্ধদের মধ্যে হারুন মিয়া ও বিল্লাল মোল্লা প্রাথমিক চিকিৎসা নিয়ে বুধবারই হাসপাতাল ছেড়েছেন।

/এআইবি/জেএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়