X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাঁচ মিনিটে ৭০টি গাণিতিক সমস্যার সমাধান করলো তিন শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪০

তিন বিজয়ী শিশুর মধ্যে ছবিতে দুইজন মাত্র ৫ মিনিটে ৭০টি জটিল গাণিতিক সমাধান করে রীতিমত সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মোহম্মদ রহিম হাসান, আফিয়ান শাফি দৃঢ় ও সারাফ ইসলাম নুহিল নামে এই তিন শিশু। দ্রুততম সময়ে জটিল গাণিতিক সমাধান করে তারা পেয়েছে আলোহা বাংলাদেশ অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক পুরস্কার।

শুক্রবার আলোহা বাংলাদেশের আয়োজনে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (বিআইসিসি) অনুষ্ঠিত দশম জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা-২০১৭-এর অনুস্ঠানে তারা এ পুরস্কার পায়।

এ সময় আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী বলেন, চার থেকে ১৪ বছর বয়সী শিশুদের মস্তিস্কের মানোন্নয়নে মালয়েশিয়া থেকে আলোহা মেন্টাল অ্যারিথমেটিক  সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে এসেছে আলোহা বাংলাদেশ। এ কর্মসূচি শিশুদের একাগ্রতা, আত্মবিশ্বাস, নিখুঁত পর্যবেক্ষণ, শোনার দক্ষতা, স্মৃতির ধারণ ক্ষমতা ও বিশ্লেষণী দক্ষতা বাড়ানো এবং সৃষ্টিশীলতা ও কল্পনাশক্তির দক্ষতা বাড়াতে সহায়তা করে। এছাড়াও, কর্মসূচিটি শিশুদের খেলার ছলে গণিত শিখতে ও সৃষ্টিশীল লেখনী শক্তি বৃদ্ধিতে এবং সামাজিক বিজ্ঞান, ইংরেজি, বাংলাসহ অন্যান্য বিষয় শেখার ক্ষেত্রে সহায়তা করে।’

এ প্রতিযোগীতায় সর্বমোট ১৯৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের প্রেসিডেন্ট এবং মালয়েশিয়া অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক অ্যাসোসিয়েশন সেক্রেটারি (এমএএমএএ) লোহ মুন সাঙ।

অনুষ্ঠানে সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন।

এ প্রতিযোগিতায় সারাদেশের ৩শটি স্কুল থেকে এক হাজার ৬৩৩ জন শিক্ষার্থী এবং ভারতের ত্রিপুরা আলোহার ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২০০৮ সাল থেকে বাংলাদেশে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে আলোহা বাংলাদেশ।

শিশুরা কতো দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছাতে পারে এটা পরীক্ষার উদ্দেশ্যেই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারীদের পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয়।

/আরএআর/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!