X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিফাত হত্যার মোটিভ উদঘাটনে পুলিশ ব্যর্থ: আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৪

রাবি শিক্ষার্থী ওয়াহিদা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় রায়ে আদালত বলেছেন,  ‘পুলিশ এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে ব্যর্থ হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা সেটা নিয়ে পুলিশ নিজেই দ্বিধাদ্বন্দ্বে ছিল। প্রশ্নের সুরাহা না করেই তারা আদালতে প্রতিবেদন দাখিল করে।’

এদিকে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায়, তার স্বামী ও মামলার প্রধান আসামি মোহাম্মদ আসিফ প্রিসলিকে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ের আগে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব‌্যুনালের বিচারক সাঈদ আহমেদ তার পর্যবেক্ষণে বলেন, ‘যৌতুকের কারণে সিফাতকে মারধরের অভিযোগ এ মামলায় প্রমাণিত হয়নি। ফলে সিফাতের শ্বশুর অ্যাডভোকেট হোসেন মোহাম্মদ রমজান, শাশুড়ি নাজমুন নাহার নজলী এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান জোবাইদুর রহমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত।’

প্রসঙ্গত,২০১৫ সালের ২৯ মার্চ রাতে রাজশাহী শহরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়ি থেকে সিফাতকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পর রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার।

রায়ে মৌখিক পর্যালোচনায় বিচারক বলেন, ‘সিফাত ও আসিফ একসঙ্গে কলেজে পড়তো। প্রেম থেকে তাদের বিয়ে হয়। বিচার করতে গিয়ে আমার মনে হয়েছে, সিফাতের পরিবার, অর্থাৎ তার বাবা-মা এ বিয়ে মেনে নিতে পারেননি। আর তাদের মধ্যে ঝগড়া বা মারামারি, অথবা যৌতুক চাওয়ার কোনও প্রমাণ মামলার বিচারকালে পাওয়া যায়নি।’

রায় ঘোষণার সময় বিচারক প্রশ্ন করেন, “দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যা চিহ্নিত হলো কীভাবে, হত্যার মোটিভ কী ছিল, তা উন্মোচন করতে পুলিশ ব্যর্থ হয়েছে। এমনকি তৃতীয় তদন্ত কর্মকর্তাও ব্যর্থ হয়েছেন। বার বার আসিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও দ্বিতীয়, তৃতীয় তদন্ত কর্মকর্তা কিছুই বের করতে পারেননি।”

উল্লেখ্য, প্রথম ময়নাতদন্তের পর রাজশাহী মেডিক্যালের চিকিৎসক জোবাইদুর রহমানও বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে ঘোষণা করেন। পরিবারের আবেদনের পর রংপুরের নির্বাহী ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের মুন্সিপাড়া কবরস্থান থেকে সিফাতের লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হলে রংপুর মেডিক্যালের তিন চিকিৎসকের করা দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, সিফাতের মৃত্যু হয়েছে ‘মাথায় আঘাতজনিত কারণে’।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন সিফাত। তার সতীর্থরা ন্যয়বিচারের দাবিতে ২৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন।

/ইউআই  /এপিএইচ/

আরও পড়ুন: 

আত্মহত্যায় প্ররোচনা: সিফাতের স্বামীর ১০ বছরের কারাদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া