X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘খোঁজ নেন, পুরান ঢাকায় এত আগুন কেন লাগে?’

জাকিয়া আহমেদ
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৭

ঢামেক বার্ন ইউনিটের সামনে লালবাগে আগুনে দগ্ধদের স্বজনরা
‘আমার একমাত্র ছেলেটারে কিছুক্ষণ আগে সামনে দিয়ে বের করে নিয়ে গেলো, কিন্তু পেটের ছেলেরে চিনতে পারি নাই। মুখটার কী অবস্থা হইছে ছেলেটার। ওর বাবা নেই, নিজের খরচ নিজেই চালাতো আর আমাকে দেখে রাখতো। এখন আমাকে কে দেখবে...’, বলে চুপ হয়ে যান রাহেলা বেগম।

চোখের পানি মুছে রাহেলা বেগম বাংলা ট্রিবিউন প্রতিবেদককে আরও  বলেন, ‘যারা হাসপাতালে আছে তাদের খবর না নিয়ে পুরান ঢাকায় যান, আপনারা খোঁজ নেন, বের করেন কেন ওখানে কয়দিন পরপর আগুন লাগে? কাদের অবহেলায়, কাদের গাফিলতিতে পুরান ঢাকা বারবার জ্বলে ওঠে।’ উত্তেজিত এসময় পাশ থেকে ভাগিনা জাহিদ তাকে টেনে নেন বুকের ভেতর। বলেন, ‘ছেলের এমন অবস্থা ওনার মাথা ঠিক নেই, কাল থেকে উল্টাপাল্টা বকছে, নয়তো চুপ করে থাকছে।’

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের দ্বিতীয় তলায় দেখা মেলে রাহেলা বেগমের। তিনি দাঁড়িয়ে আছেন আইসিইউ-এর (ইনটেনসিভ কেয়ার ইউনিট-নিবিড় পরিচর্যা কেন্দ্র) সামনে। কেবল রাহেলা বেগম নন, জব্বার হোসেন, জাহিদ হোসেন, আব্দুর রব খোকা, মোসলেমা বেগমদের দিন রাত কাটছে এখানে। ভেতরে কারও মেয়ে, কারও ছেলে আর কারও ভাই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে রাজধানীর লালবাগ থানার চার রাস্তার মোড়ে ‘পাফিম মিনি চাইনিজ রেস্টুরেন্টে’ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীসহ ৯ জন আহত হন, তাদের সবাই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। পরে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক আবুল মারা যান, তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিলো।

চিকিৎসকদের সূত্রে জানা যায়, আহতদের মধ্যে সাত জনের শ্বাসনালী পুড়ে গেছে, যাদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বাংলা ট্রিবিউনকে জানান, শ্বাসনালী পুড়ে যাওয়া আহতরা হলেন- সুনামউদ্দিন, পান্না, মারুফ, সবুজ, মকবুল হোসেন ও সাব্বির। তাদের মধ্যে সবুজের ২০ শতাংশ, মারুফের ১৮ শতাংশ, মকবুলের ১৮ শতাংশ, সাব্বিরের ১৫ শতাংশ, সুনামউদ্দিনের ১৮ শতাংশ ও পান্নার শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে। আব্দুল্লাহ ও ফয়সাল নামে বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

মারুফ ও সবুজের মামাতো ভাই জাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মারুফ আর সবুজ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ে অনার্স পড়তো আর পুরান ঢাকার ঐ মিষ্টির দোকানে খণ্ডকালীন চাকরি করতো। তার অবস্থা বেশি আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।’

অপরদিকে, আইসিইউতে থাকা ফারহানা আক্তার পান্নার বাবা আর খালার আহাজারিতে ভারি হয়ে উঠেছে গোটা পরিবেশ। পান্নার বাবা গাড়ি ব্যবাসয়ী আব্দুর রব খোকা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৩ বছরের পান্নার ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে চাকরি করার। মেয়েটা কবে সুস্থ হবে, আর কবে সে তার স্বপ্নের চাকরি করবে কিংবা মেয়েটা আমার বাঁচবে কী না সেটাই জানি না।’

ঢামেক বার্ন ইউনিটে লালবাগে আগুনে দগ্ধদের স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক লুৎফর কাদের লেনিন রোগীদের প্রসঙ্গে বলেন, ‘একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। আবার এ দুর্ঘটনায় এমন কয়েকজন রোগী রয়েছেন যাদের পোড়ার হার কম, কিন্তু মুখ আর শ্বাসনালী পুড়ে গেছে। আবার কারও কারও পুড়ে যাবার হার বেশি হলেও শ্বাসনালী অক্ষত রয়েছে। তাই এদের বারবার স্থানান্তরিত করতে হচ্ছে প্রয়োজন বুঝে। ’

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এভাবে দগ্ধ হয়ে রোগীরা আমাদের কাছে আসে, আমরা তাদের সুস্থ করে তোলার চেষ্টা করি, সাংবাদিকদের বলি রোগীদের কতো শতাংশ দগ্ধ হয়েছে, কার কী অবস্থা সেসব। কিন্তু এখন মনে হয় সময় এসেছে, পুরান ঢাকায় এতো ঘনঘন কেন এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে বিষয়টি অনুসন্ধান করা।’

তিনি আরও বলেন, ‘পুরান ঢাকার বাসিন্দারা তো আগুন সঙ্গে নিয়ে বাস করছে। সংশ্লিষ্ট প্রশাসনের বোধহয় টনক নড়া উচিৎ। নয়তো এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে, পোড়া রোগীদের আহাজারি বাড়বেই।’

/এমও/টিএন/ 

আরও পড়ুন: পরিবহন ধর্মঘটে সীমাহীন ভোগান্তি মানুষে

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!