X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কাদের খাঁনের অবৈধ অস্ত্র-ভাণ্ডারের সন্ধানে পুলিশ

জামাল উদ্দিন ও জিল্লুর রহমান পলাশ
০১ মার্চ ২০১৭, ০৭:৫২আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৫:৪৫

 

কাদের খাঁন গাইবান্ধা-১ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পরিকল্পনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আরও অনেক কিছুই লুকিয়েছেন একই আসনের সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খাঁন। এরইমধ্যে তার ভাড়াটে কিলার ও তার স্বীকারোক্তির মধ্যে বেশ কিছু গরমিলও পেয়েছেন জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত পুলিশ কর্মকর্তারা। অস্ত্র ও গুলি নিয়েও তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি অনেক লুকোচুরি করেছেন। গাইবান্ধা পুলিশ এখন তার অস্ত্র ভাণ্ডারে আর কী পরিমান অবৈধ অস্ত্র রয়েছে, তারও  অনুসন্ধান চালাচ্ছেন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, এমপি লিটনকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে সুন্দরগঞ্জের সাবেক এমপি আবদুল কাদের খাঁন কিলারদের প্রশিক্ষণ দিয়ে আসছিলেন এক বছরেরও বেশি সময় আগে থেকে। প্রশিক্ষণে কাদের খাঁনের বৈধ-অবৈধ সব অস্ত্রই ব্যবহার করা হতো বলে কিলার রাশেদুল ইসলাম মেহেদী, শাহীন মিয়া ও আনোয়ারুল ইসলাম রানা পুলিশের জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে জানিয়েছে। কিন্তু কিলারদের প্রশিক্ষণ দেওয়া, অবৈধ অস্ত্র ও এমপি লিটন হত্যায় তার বৈধ অস্ত্র ব্যবহার হয়েছিল কিনা, সেই বিষয়ে আদালতে দেওয়া জবানবন্দিতে কোনও তথ্য দেননি কাদের খাঁন। বিচার শুরুর পর আইনি সুবিধা নিতেই তিনি বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করছেন।

গত ২১ ফেব্রুয়ারি বগুড়া থেকে গ্রেফতারের পর কাদের খাঁনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকে মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করেছিলেন বলে  জানান তদন্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি বলেন, নানা কারণে কাদের খাঁন হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকে তিনি কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন বলে কাদের খান তাদের জানান। আবার এমপি হতে পারলে সেই হতাশা কেটে উঠবেন এমন মানসিকতা থেকেই এমপি লিটন হত্যার মিশন বাস্তবায়ন করেন। কিন্তু প্রতিহিংসা ও ক্ষমতার লোভে ঠাণ্ডা মাথায় লিটনকে হত্যা করিয়েছেন বলে মনে করেন তদন্তে সংশ্লিষ্টরা।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লিটন হত্যা মামলায় কাদেরকে গ্রেফতার করার আগে মেহেদী, শাহীন ও রানাকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য ও জবানবন্দির পরই কাদের খাঁনকে গ্রেফতার করা হয়। মেহেদী, শাহীন ও রানা জবানবন্দিতে জানিয়েছে, প্রায় এক বছর আগে থেকে এমপি লিটনকে হত্যার জন্য তাদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছেন কাদের খাঁন। হত্যার পর কিভাবে পালাতে হবে, তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কাদের খাঁন লিটনকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করলেও কিলারদের অস্ত্র চালাতে প্রশিক্ষণ দেওয়া ও অবৈধ অস্ত্রের বিষয়ে তিনি কোনও তথ্য দেননি। গ্রেফতারের পরদিন কাদের খানের দেওয়া তথ্য অনুযায়ী একটি গুলিভর্তি পিস্তুল তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। তার আরও অবৈধ অস্ত্র রয়েছে কিনা, সেই বিষয়ে বিভিন্নস্থানে অনুসন্ধান চালাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি লিটন হত্যায় কিলাররা তিনটি অস্ত্র ব্যবহার করেছিল। এরমধ্যে দু’টি অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। বাকি অস্ত্রও উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি বলেন, ‘কাদের খাঁনের অবৈধ অস্ত্র ভাণ্ডারের সন্ধানেও রয়েছেন তারা।’ আশা করছেন এ ব্যাপারেও তারা সফল হবেন। তিনি বলেন, ‘ভাড়াটে কিলার ও কাদের খাঁনের বক্তব্যে যেটাই থাকুক, এমপি লিটনকে হত্যা ও পরিকল্পনার বিষয়ে তাদের বক্তব্যে কোনও গরমিল নেই। বাকি বক্তব্য যাচাই-বাছাই চলছে।’ শিগগিরই চার্জশিট দিতে পারবেন বলেও আশাবাদী তারা।

 উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে এমপি মনজুরুল ইসলাম লিটনকে।

 আরও পড়ুন: যেভাবে তৈরি হয় এমপি লিটন হত্যার প্রেক্ষাপট

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন