X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নব্য জেএমবি’র কমান্ডার বড় মিজানের রিমান্ড শুনানি রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১৯:০০আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৯:১৫

 

নব্য জেএমবি’র সামরিক কমান্ডার মিজানুর রহমান ওরফে বড় মিজানের (৬০) আদালত রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে আগামী রবিবার (৫ মার্চ)। বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. জসিম উদ্দিন এই দিন ধার্য করেছেন।

আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মামলার পুরো নথিপত্র না থাকায় বিচারক আজকের শুনানি পিছিয়ে আগামী ৫ মার্চ নির্ধারণ করেছেন।

এর আগে কাউন্টার টেরোরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মো. দেলোয়ার হোসেন মুখ্য মহানগর হাকিম আদালতে মিজানকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সামরিক কমান্ডার মিজানুর রহমানকে বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়। মিজান চাঁপাইনবাবগঞ্জ এলাকায় নব্য জেএমবি’র আঞ্চলিক সংগঠক ও সামরিক কমান্ডার ছিল। ওই সীমান্ত দিয়ে গোপনে বোমা ও বিস্ফোরক আমদানি করে তা চরমপন্থী দলগুলোর কাছে সরবরাহ করতো। গুলশান হামলায় বোমা বানাতে ব্যবহৃত বিস্ফোরকও সে সরবরাহ করে। এগুলো কোথা থেকে কীভাবে এনেছেন এবং এসব ঘটনায় আরও কারা কারা জড়িত ছিল তাদের নাম পরিচয় জানতেই তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এ আবেদন পেলেও এর সঙ্গে মামলার পুরো নথি না থাকায় রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী রবিবার তারিখ নির্ধারণ করেন মহানগর হাকিম মো. জসিম উদ্দিন।

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর দারুস সালাম থানায় মামলাটি দায়ের করেন ডিবি এসআই শাহীনুর রহমান। এই মামলায় আরও ছয়জন গ্রেফতার রয়েছে।

/আরজে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ