X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
শজিমেকে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার

দোষী ডাক্তারদের বদলি, ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১৯:৫৪আপডেট : ০১ মার্চ ২০১৭, ২০:৫৬

মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রশ্নের জবাব দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রোগীর স্বজনদের সঙ্গে কারও দুর্ব্যবহার সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের দুর্ব্যবহারের ঘটনা প্রসঙ্গে একথা বলেন তিনি। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি, দুই থেকে একদিনের মধ্যেই আপনারা অ্যাকশন দেখতে পাবেন।’

অনুষ্ঠানে শজিমেক হাসপাতালে এক রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা নিয়ে প্রশ্ন রাখা হয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন থেকে পড়ে শুনিয়ে তিনি বলেন, ‘তদন্তে কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কমিটি এ কাজকে গর্হিত কাজ বলে উল্লেখ করেছে তাদের তদন্ত প্রতিবেদনে। এসব ইন্টার্ন ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।’ পরে জানা গেছে, দোষী ডাক্তারদের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত করাসহ তাদের বদলি করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি শজিমেকের মেডিসিন বিভাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের মারধরে রোগী আলাউদ্দিন সরকারের ছেলে পাশা গুরুতর আহত হন। পাশার ভাই মাসুম এবং দুই বোন বীনা আর সেতুকেও লাঞ্ছিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার পর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এবং স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবদুর রশিদকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহেদ মালেক এবং স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ।

জেএ/এএআর/টিএন/

 আরও পড়ুন: পরিবহন ধর্মঘটের প্রভাবে অস্থির রাজধানীর কাঁচাবাজার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া