X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ২১:২৯আপডেট : ০১ মার্চ ২০১৭, ২১:৩৭

বিএসএমএমইউতে রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রাম শপথবাক্য পাঠ করার পাশাপাশি বাস্তব জীবনে তা অনুসরণ করার মাধ্যমেই কেবল বিশ্বসেরা চিকিৎসক হয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিয়ে রোগীদের মন জয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
বুধবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের মার্চ সেশনে উচ্চতর মেডিক্যাল শিক্ষায় ভর্তি হওয়া রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. কামরুল হাসান খান আরও বলেন, ‘ভালো চিকিৎসক হতে হলে অবশ্যই আগে ভালো মানুষ হতে হবে।’
ইনডাকশন প্রোগ্রামে শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল তার বক্তব্যে রেসিডেন্টদের আবাসিক সমস্যা সমাধান ও পারিতোষিক দ্বিগুণ করার বিষয়ে বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে ১৮৯৩ সালে রেসিডেন্সি প্রোগ্রাম চালু হয়েছিল। আমরা আশা করি, উচ্চমানের নৈতিকতা ও মানবিক গুণাবলী ধারণ করে এবং সঠিকভাবে চিকিৎসা শিক্ষা সম্পন্ন করার মাধ্যমে রেসিডেন্ট চিকিৎসরা বিএসএমএমইউয়ের রেসিডেন্ট প্রোগ্রামকে সফল করে তুলবেন।’
বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান রোগীদের যথাযথ সময়ে দিয়ে চিকিৎসা সেবা দেওয়া ও চিকিৎসকদের নিজেদের আত্মমর্যাদা উপলদ্ধি করে তা রক্ষার মাধ্যমে চিকিৎসক সমাজের গৌরব আরও বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদারসহ অন্যরা।
রেসিডেন্ট শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রামে দেশের ২৪টি মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষদের ৬২টি বিভাগে ৩৪ জন বিদেশিসহ মোট ১ হাজার ৩৪ জন মেডিক্যাল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে সার্জারি অনুষদে ৪৪৩ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১১৭ জন, মেডিসিন অনুষদে ৪৫৯ জন এবং ডেন্টাল অনুষদে ৪৯ জন শিক্ষার্থী ইনডাকশন প্রোগ্রামে অংশ নেন।

আরও পড়ুন-

বিএসএমএমইউ’র নতুন হাসপাতালে থাকবে বিশেষ গবেষণাগার

দোষী ডাক্তারদের বদলি, ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত

/জেএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া