X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পল্লবীতে বাবার সামনে ছুরিকাঘাতে ছেলে খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ০০:১১আপডেট : ০২ মার্চ ২০১৭, ০০:১৬

খুন রাজধানীর পল্লবীতে বাবার চোখের সামনে ছেলেকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সাইফুল ইসলাম (৩৫)। বুধবার (১ মার্চ) রাতে পল্লবীর ১২ নম্বর সেকশনে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির এ খবর নিশ্চিত করেছেন।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আটারবাড়ি গ্রামে। তার বাবা সামসুর রহমান পল্লবীর সেকশন ১২-এর ই-ব্লকের পানির ট্যাংকের সামনে কাঁচামাল বিক্রি করেন।
নিহতের বাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইফুলমিরপুর বেনারসি পল্লীতে একটি শাড়ির কারখানায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করত। আজ বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইফুল কর্মস্থল থেকে বের হয়ে কাঁচামালের দোকানের সামনে যান। এসময় সেখানে সাইফুল ইসলামকে দুই যুবক এসে মারধর শুরু করে। আমি এগিয়ে গেলে এক যুবক সাইফুলের বুকে ছুরিকাঘাত করে।’ এসময় ধাওয়া করলে দুই যুবক দৌড়ে পালিয়ে যায় বলে জানান সামসুর রহমান।
পরে সাইফুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে রাত ১০টায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যররত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামসুর রহমান জানান, আমার ছেলের হত্যাকারীদের পরিচয় তার জানা নেই। তবে দেখলে হয়তো হত্যাকারীদের চিনতে পারবেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমি জানি না কী কারণে সাইফুলকে হত্যা করা হয়েছে।’
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। আমি নিজেও সেখানে যাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখে ঘাতকদের গ্রেফতার করা হবে।’

আরও পড়ুন-

দোষী ডাক্তারদের বদলি, ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত

এমপিপুত্রের তোলা দেয়ালে অবরুদ্ধ আ.লীগ নেতার পরিবার

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট