X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নিহত শ্রমিকের লাশ বাড়িতে পৌঁছে দেবে পুলিশ, স্বজনরা আসেননি

আমিনুল ইসলাম বাবু
০২ মার্চ ২০১৭, ১৫:৫৬আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৬:৩৪


গুলিতে আহত শাহীনুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পরিবহন ধর্মঘট চলাকালে বুধবার পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত বাসচালক শাহিনুরের মরদেহ পুলিশের প্রহরায় গ্রামের বাড়ি জয়পুরহাটে পাঠানো হয়েছে। এর আগে সকালে ঢামেক হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়।এসময় গ্রাম থেকে স্বজনদের আসার সম্ভাবনার কথা ভেবে সাংবাদিকরা উপস্থিত হলেও, সেখানে নিহত এই বাসচালকের স্বজনদের দেখা যায়নি। নিহত বাসচালক শাহীনুরের (৩৭) বাড়ি জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম বালিঘাটা গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে শাহিনুরের লাশ এসআই মহেশচন্দ্র সিংহের কাছে তুলে দেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্ত করেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শটগানের গুলিতেই মারা গেছেন শাহিনুর। তার সারা শরীরে ছোট ছোট বুলেট ছিল। অসংখ্য দাগে ভরা, অনেকটা ছররা গুলির মতো।’ ময়নাতদন্ত শেষে তারা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছেন বলেও জানান। ময়নাতদন্তকারী কর্মকর্তার অনুমান লাশটি চব্বিশ ঘণ্টা আগের হয়ে থাকতে পারে। ফ্রিজে থাকায় সঠিক সময় বলা সম্ভব হচ্ছে না।

বাসচালক শাহীনুরের লাশের সুরতহাল প্রতিবেদনের অনুলিপি এদিকে এসআই মহেশচন্দ্র সিংহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্ত শেষ করে আমরা লাশ লিগ্যাল গার্ডিয়ানের কাছে তুলে দিয়েছি। মর্গ থেকে জানানো হয়েছে লাশ পুলিশি প্রহরায় গ্রামে পাঠানো হবে,এমন প্রশ্নে  তিনি বলেন, ‘পুলিশ সঙ্গে যাচ্ছে।’ একজন শ্রমিক নিহত হয়েছেন তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার সময় পুলিশ প্রহরা লাগছে কেন, প্রশ্নে  তিনি বলেন, ‘তা তো জানি না। তিন চারজন পুলিশ সঙ্গে দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ২০১১ সালে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক সাংবাদিক মিশুক মুনীর এর নিহতের ঘটনায় এক বাসচালকের যাবজ্জীবন সাজা দেওয়ায় ২৬ ফেব্রুয়ারি থেকে খুলনা বিভাগের দশ জেলায় পরিবহন ধর্মঘট চলছিল। আর সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে আদালত ২৭ ফেব্রুয়ারি ট্রাকচালকের মৃত্যুদণ্ড দিলে এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী পালন করতে শুরু করে শ্রমিকরা।

গত মঙ্গলবার রাত থেকে রাজধানীর গাবতলিতে অবস্থান নেয় শ্রমিকেরা। সারারাত পুলিশ শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা পুলিশের গাড়িসহ বেশিকিছু স্থাপনায় আগুন ধরিয়ে দেন। সংঘর্ষের এক পর্যায়ে বুধবার সকালে গুলিবিদ্ধ হন শাহিনুর।

/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
ভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
যশোর জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?