X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রাথমিকের প্রধান শিক্ষকদের গেজেটেড করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ৬০ জেলায় স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ২৩:৩২আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২৩:৩৭

সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকদের স্মারকলিপি প্রদান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন ও জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নীত করার দাবিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা তিনটায় দেশের ৬০ জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মরকলিপি দেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজের নেতৃত্বে ঢাকা জেলার প্রধান শিক্ষকদের সঙ্গে নিয়ে স্মারকলিপি দেওয়া হয়। একই সময়ে সারাদেশে একযোগে স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসক কার্যালয়ে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির গেজেটেড প্রধান শিক্ষকদের বেতন স্কেল প্রবেশ পদে জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নীত করা, ২০১৪ সালের ৯ মার্চ থেকে তা কার্যকর করা এবং সেলফ ড্রয়িং ক্ষমতা প্রদানসহ প্রধান শিক্ষকদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা।
এছাড়া, টাইম স্কেল পাওয়া প্রধান শিক্ষকদের চাকরিকাল বিবেচনা করে আর্থিক সুবিধাসহ বেতন ফিক্সেশনের জন্য অর্থ বিভাগ থেকে সুস্পষ্ট নির্দেশনা জারির দাবি করেছেন তারা।
দ্রুত নতুন নিয়োগবিধি প্রণয়ন করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান রেখে সাংগঠনিক কাঠামোতে প্রধান শিক্ষকদেরকে উপজেলা শিক্ষা অফিসারের অধীনে ন্যাস্ত করার দাবিও রয়েছে তাদের।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দাবি করেছেন, সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করতে হবে এবং দ্রুত জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন করতে হবে।
প্রাথমিক শিক্ষা সম্পর্কিত নীতিনির্ধারণে প্রধান শিক্ষকদের সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলেও দাবি তাদের।
ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় নীতিনির্ধারণী কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শেখ, অর্থ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মহিলা সম্পাদক সালমা আক্তার এবং ঢাকা মহানগর সভাপতি খয়বর আলী।

আরও পড়ুন-

প্রশ্নপত্র ফাঁসে উদ্বেগ জানিয়ে বিশিষ্টজনদের বিবৃতি

নিষিদ্ধ হচ্ছে সাঈদীসহ স্বাধীনতাবিরোধী লেখকদের বই!

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী