X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রিয়াদে বাংলাদেশি দূতাবাসের আয়োজন

সৌদি আরব প্রতিনিধি
১৫ মার্চ ২০১৭, ১৪:১০আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৪:১০

 

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রিয়াদে বাংলাদেশি দূতাবাসের আয়োজন আগামী ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির অংশ হিসেবে গত ১১ মার্চ জেদ্দা কনস্যুলেটে বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান নেয়ামত বশির জানান, ‘বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতায় ২০ এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও জেদ্দার ইংরেজি-বাংলা বিভাগীয় স্কুল ও কলেজের ১২০ জন প্রতিযোগী অংশ নেয়।’

তিনি আরও বলেন, ‘প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে আগামী ১৭ মার্চ পুরস্কার বিতরণ করা হবে।’

এদিকে দিনটি উপলক্ষে ১৪ মার্চ রিয়াদে দূতাবাস প্রাঙ্গনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি বিভাগের ইউকেজি থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘ছোটদের বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধুর জন্মদিন: বাংলাদেশের খুশির দিন’।

দূতাবাস কার্যালয় প্রধান মো. মনিরুল ইসলাম জানান, আগামী ১৭ মার্চ সকাল সাড়ে আটটায় রিয়াদ দূতাবাস প্রাঙ্গনে মূল কর্মসূচি শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, পবিত্র কোরআন তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, উপস্থিত ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা, বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচিত কবিতা আবৃত্তি, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্য, দোয়া মাহফিল ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর জীবন নিয়ে চলচিত্র প্রদর্শনী।

/এসএনএইচ/

সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা