X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যক্ষ্মা চিকিৎসায় বাংলাদেশকে অনুসরণে আগ্রহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ০০:০৬আপডেট : ১৬ মার্চ ২০১৭, ০০:০৮

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যক্ষ্মা চিকিৎসায় বাংলাদেশের গৃহীত স্বল্পমেয়াদী পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণের পরামর্শ দেওয়ার আগ্রহ দেখিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
এদিন ভারতের নয়াদিল্লিতে হোটেল লা মেরিডিয়ানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের মুখে এসব তথ্য জেনে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা।
সম্মেলনে জানানো হয়, মালটি ড্রাগস রেজিস্ট্যান্স যক্ষ্মা রোগীদের ক্ষেত্রে বাংলাদেশই প্রথম এই অঞ্চলে স্বল্পমেয়াদী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে শতকরা ৮৫ ভাগ সাফল্য অর্জন করেছে। যে রোগের চিকিৎসায় পূর্বে দুই বছর প্রয়োজন হতো, সেই রোগের চিকিৎসা বাংলাদেশে এখন ৯ মাসেই হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘যক্ষ্মা নির্মূলের মাধ্যমে ১২ লাখ মানুষের জীবন বাঁচাতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সহযোগীদের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। যক্ষ্মা প্রতিরোধে আমাদের সরকার ২০১৮ সাল থেকে পাঁচ বছর মেয়াদী জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করছে।’
শৈশব ও কৈশোরকাল থেকেই যক্ষ্মা রোগ চিহ্নিত করে চিকিৎসা প্রদানে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে যক্ষ্মা নির্ণয় ও প্রতিরোধে আগের তুলনায় অর্থ বরাদ্দ বাড়িয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। বিশেষ করে এই রোগের উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে খুঁজে বের করার মতো দূরূহ কাজটিতে বিশেষ মনোযোগ দিচ্ছে আমাদের সরকার। নতুন রোগী শনাক্তকরণের ক্ষেত্রে বাংলাদেশ গত তিন বছরে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।’

যক্ষ্মায় মৃত্যুর সংখ্যাকে শুন্যের কোটায় নামাতে হলে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই খাতে আর্থিক সহায়তা বাড়ানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যক্ষ্মা নির্মূলের পথে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সারাদেশের তৃণমূল জনগণের মধ্যে রোগ শনাক্তকরণ ও প্রতিরোধমূলক কার্যক্রম পৌঁছে দিতে আর্থিক বরাদ্দ বাড়ানো প্রয়োজন।’

মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের সেবা, নতুন নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা সংযোজনসহ সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জনের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যসহ আর্থ-সামাজিক খাতে বাংলাদেশ গত কয়েক বছরে যে সাফল্য অর্জন করেছে, তা বিশ্বব্যাপী প্রশংসিত ও স্বীকৃত। বাংলাদেশকে আজ অনেক দেশে রোলমডেল হিসেবে দেখানো হচ্ছে।’

সম্মেলন অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। দুই দিনের এই সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের পাশাপাশি জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী