X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৭, ১৮:৫৭আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৯:০০

ধর্ষণ রাজধানীর কদমতলীতে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীর বাবা বলেছেন, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। আজ সোমবার বিকালে ধর্ষণের শিকার কিশোরীটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্মীর বাবা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তারা কদমতলীর সাদ্দাম হোসেন মার্কেটের পাশে সালাহউদ্দিনের টিনশেড বাড়িতে ভাড়া থেকে দিনমজুরি করেন। গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। তিনি তার কিশোরী মেয়েকে প্রায় পাঁচ মাস আগে কাজে দেন পাশের তুষারধারা আবাসিক এলাকার আবুল কালামের বাড়িতে। গত একমাস ধরে বাড়িওয়ালার বড় ছেলে বাবু তার মেয়েকে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দেয়। গত মঙ্গলবার বাবু এসে কাজের কথা বলে গৃহকর্মীকে ডেকে নিয়ে যায়। কিন্তু রাত হলেও ফিরে না আসায়,খোঁজ নিয়ে জানতে পারেন মেয়েটিকে বাবু নিজেদের বাড়িতে নিয়ে যায়নি।  
গৃহকর্মীর বাবা জানান, মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে কদমতলী থানায় একটি অভিযোগ করেন। পরদিন বাবু তার মেয়েকে বাসায় দিয়ে যায়। তিনি জানতে পারেন পাশের জনৈক শওকতের বাড়িতে আটকে রেখে মেয়েকে রাতভর ধর্ষণ করা হয়েছে। বাবু তাকে বলেছে,অভিযোগ তুলে নিলে তিন মাস পর তার মেয়েকে সে বিয়ে করবে। স্থানীয়ভাবে বিচার দিয়েও লাভ হয়নি। তাই আজ সোমবার মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে কদমতলী থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর আরশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি তার জানা নেই। এমন কিছু হলে ও অভিযোগ পেলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআইবি/জেইউ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি