X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্তন্যদায়ী দুই নারীকে জোর করে আটক: ওসি-এসআইকে হাইকোর্টের তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৭:৩৫আপডেট : ২১ মার্চ ২০১৭, ২১:০১

স্তন্যদায়ী দুই নারীকে জোর করে আটক: ওসি-এসআইকে হাইকোর্টের তলব বিনা অভিযোগে দুই নারীকে তাদের শিশুসন্তানের কাছ থেকে আলাদা রেখে থানায় আটকে রাখার অভিযোগে মাদারীপুরের এক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এসআইকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মাহমুদ উল্লাহর বেঞ্চ মঙ্গলবার (২১ মার্চ) এ আদেশ দেন।
আগামী ২৯ মার্চ সকাল সাড়ে ১০টায় উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ও উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাতাবকে আদালতে এসে ব্যাখ্যা দিতে বলা হয়। একই সঙ্গে বিবাদীদের কর্মকাণ্ডকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
শিশু হত্যাচেষ্টা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে সোমবার (২০ মার্চ) জনস্বার্থে রিট করেন রানা কাওসার। তার অভিযোগে বলা হয়, জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে মাদারীপুর থানায় ১৩ ঘণ্টা আটক ছিলেন জুনু বেগম ও আকলিমা বেগম নামে দুই নারী। তাদের যথাক্রমে ৩ মাস ও ১৮ মাসের একটি করে শিশুসন্তান আছে।
মায়েদের কাছ থেকে আলাদা রাখার মাধ্যমে দুই শিশুকে হত্যাচেষ্টার অপরাধ ঘটেছে এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করেন রিটকারী আইনজীবী। তার পক্ষে মঙ্গলবার শুনানিতে অংশ নেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফওজিয়া করীম।

ঘটনার বর্ণনা দিয়ে রানা কাওসার সাংবাদিকদের বলেন, ‘১২ মার্চ মাদারীপুরের লক্ষ্মীগঞ্জে বিরোধপূর্ণ একটি জমির তদন্তে গিয়েছিলেন সদর থানার এসআই মাহতাব হোসেন। এ সময় পাশের বাড়ির খালেক বেপারীর ছেলে পনির হোসেনের কাছে মামলা সংক্রান্ত বিষয় জানতে চাইলে পনির কিছু জানাতে অস্বীকৃতি জানান। এ পরিস্থিতিতে এসআই মাহতাব ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় দেন। এনিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সদর থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে পনিরের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালান মাহতাব। এক পর্যায়ে পনিরের স্ত্রী ও ভাবিকে টেনে-হিঁচড়ে পুলিশ থানায় নিয়ে যায়। পরে রাত ১২টার দিকে ভয়-ভীতি দেখিয়ে সাদা কাগজে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনা হয়।
/এমটি/ইউআই/জেএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি