X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যা আছে সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ০১:৩২আপডেট : ২২ মার্চ ২০১৭, ০১:৩৮

সাগর-রুনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের ৪৮তম অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা ও র‌্যাবের তদন্ত উইংয়ের এএসপি মহিউদ্দিন আহমেদ। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মঙ্গলবার (২১ মার্চ) এ প্রতিবেদন জমা দেন তিনি। প্রতিবেদনে তিনি বলেন, হত্যাকাণ্ডের পর চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন কখনও ব্যবহার করা হলে তখন এ বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।
অগ্রগতি প্রতিবেদনে এএসপি মহিউদ্দিন আহম্মদ বলেন, ‘২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তদন্তের দায়িত্ব নেওয়ার পর আগের তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসিত সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করেছি। সাক্ষীদের জিজ্ঞাসাবাদের চেষ্টা এবং জড়িত আসামীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য গোপনে ও প্রকাশ্যে তদন্তও অব্যাহত রাখি।’
গতানুগতিক তদন্তের বাইরে গিয়ে অত্যাধুনিক তদন্ত পদ্ধতি ও বৈজ্ঞানিক তথ্য প্রমাণ পাওয়ার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দু’টি অত্যাধুনিক ল্যাবকে এ তদন্তের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে বলে অগ্রগতি প্রতিবেদনে জানান তদন্ত কর্মকর্তা এএসপি মহিউদ্দিন আহম্মদ। তিনি জানান, বেশকিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ল্যাব দু’টি থেকে পাওয়া ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিস্তারিত পর্যালোচনা করে তদন্ত করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো আলামতে ডিএনএ পরীক্ষার মতামতে ঘটনার সময় ঘটনাস্থলে দু’জন অজ্ঞাত পুরুষ ব্যক্তির ডিএনএ পাওয়া যায় বলে উল্লেখ আছে। ওই দু’জন অজ্ঞাত আসামীকে শনাক্ত করতে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। ঘটনাস্থলের আশপাশ এলাকার থানাগুলোর মধ্যে শেরেবাংলা নগর, তেজগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি ও কলাবাগান থানাসহ বিভিন্ন থানার চুরি, সিঁধেল চুরি, দস্যুতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া আসামীদের বিষয়ে আরও তদন্ত করে এই মামলায় সংশ্লিষ্টতা আছে কিনা তা যাচাইয়ের প্রক্রিয়া অব্যাহত আছে।’
ঘটনাস্থল থেকে চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন বর্তমানে ব্যবহার হচ্ছে কিনা, তা জানতে বিটিআরসি এবং মোবাইল অপারেটরদের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘বিটিআরসির সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ আছে। চুরি যাওয়া ল্যাপটপ কখনও ব্যবহার করা হলে তার তথ্য পাওয়া যেতে পারে।’
তদন্ত কর্মকর্তা বলেন, ‘মামলার ভিকটিম গণমাধ্যমকর্মী হওয়ায় তদন্তকালে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। তদন্তকালে গ্রেফতার হওয়া আটজন সন্দেহভাজন আসামীকে পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে।’
এএসপি মহিউদ্দিন আহম্মদের আগে এ মামলাটি তদন্ত করেন বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া। তার আগে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করেন বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাফর উল্লাহ।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন রুনির ছোট ভাই নওশের আলম রোমান। মামলা দায়েরের পর প্রথমে মামলাটির তদন্ত করেন থানার এসআই জহুরুল ইসলাম। তিন দিন পর মামলাটির ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে (ডিবি) তদন্তের জন্য স্থানান্তর করা হয়। মামলা স্থানান্তরের পর গোয়েন্দা কর্মকর্তা ইন্সপেক্টর রবিউল আলম মামলাটির তদন্তের দায়িত্ব পান।
ঘটনার প্রায় দু’মাস পর ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে হাজির হয়ে সাগর-রুনি হত্যার তদন্তে ব্যর্থ হয়েছেন বলে আদালতকে জানান তখনকার ডিসি ডিবি ও ডিএমপি’র মুখপাত্র এবং বর্তমানে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। ওই দিনই উচ্চ আদালত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) তদন্তের দায়িত্ব দেন। এরপর থেকে র‌্যাব মামলাটির তদন্ত চালিয়ে আসছে।

আরও পড়ুন-

সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন জমা দিতে ফের নতুন তারিখ

/এসআইটি/জেইউ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী