X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘জমি লিখে দিলে মামলা থেকে অব্যাহতি দেবেন বলেছেন ওসি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ০৬:১৪আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০৬:৪৭

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সুরাইয়া বেগম যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান ও স্থানীয় বাসিন্দা আবুল খায়েরের বিরুদ্ধে ‘ইয়াবা মামলায় ফাঁসিয়ে’ জমি দখলের অভিযোগ এনেছেন সুরাইয়া আক্তার কামনা (৬৫) নামের এক বৃদ্ধা। তার অভিযোগ, ‘ইয়াবা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠিয়েও ক্ষান্ত হননি ওই ওসি।  কারাগারে লোক পাঠিয়ে খায়েরের নামে জমি লিখে দেওয়ার জন্য চাপও দিয়েছেন তিনি।  জমি লিখে দিলে মামলা থেকে অব্যাহতি দেওয়ারও কথা বলেছেন ওসি।’ বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সুরাইয়া বেগম।

সংবাদ সম্মেলনে সুরাইয়া বেগম জানান, দনিয়া মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া জমিতে তারা বাস করে আসছিলেন। গত বছর স্থানীয় আবুল খায়ের বাড়িটি দখলের পাঁয়তারা শুরু করলে ১৪ আগস্ট তিনি যাত্রাবাড়ী থানায় একটি জিডি করেন। এতে আবুল খায়ের ক্ষুব্ধ হয়ে  ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানার পুলিশ তার বাড়িতে গিয়ে হাতে ইয়াবা দিয়ে তাকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা দিয়ে ফাঁসানো হয়। আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়। এ সময় তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ভাড়াটিয়াদের তাড়িয়ে পুরো বাড়িটি দখল নেন আবুল খায়ের।

কারাগারে পাঠানোর পরও জমিটি আবুল খায়েরের নামে লিখে দিতে ওসি আনিসুর রহমান তাকে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেছেন সুরাইয়া বেগম। তিনি বলেন, ‘ওসি সাহেব বার বার আবুল খায়েরের নামে জমি লিখে দিতে আমাকে বলেন। এমনকি কারাগারে থাকা অবস্থায়ও লোক পাঠিয়ে আমাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। বলা হয়, জমি লিখে দিলে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।’

সুরাইয়া জানান, ৫ মাস জেল খাটার পর উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও ওসির যোগসাজশে ওই জমিতে স্থাপনা নির্মাণ করছেন আবুল খায়ের।

অভিযোগটি অস্বীকার করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিছুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার সঙ্গে এই বাড়ি বা জমির মালিকের কোনও দ্বন্দ্ব বা সম্পর্ক নেই। আমি শুধু জানি এই মহিলা ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন। আর খায়ের সাহেবকেও আমি চিনি না। তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমাকে ফাঁসিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা হচ্ছে।’

/আরজে/এএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন