X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ড. রিয়াজের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত তুলে নিতে জেন্ডার স্টাডিজ বিভাগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৪:১১আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৪:২৬

জেন্ডার স্টাডিজ বিভাগের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিয়াজুল হকের সাময়িক বহিষ্কারাদেশ তুলে নিতে জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষকরা সিন্ডিকেটের কাছে তাদের সাতদফা সুপারিশ তুলে ধরেছেন। তারা মনে করেন, যে স্লাইডগুলোকে ‘আপত্তিকর’ বলা হয়েছে সেগুলো কোনও জেণ্ডার বিশেষজ্ঞের কাছ থেকে যাচাই করা উচিত ছিল। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের জন্য জেন্ডারবিষয়ক একটি প্রাথমিক ধারণামূলক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তারা।

দশ জন শিক্ষকের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষক গত কয়েক বছর যাবৎ কোর্সটি পড়িয়ে আসছেন।কিন্তু এতদিন পর শুধুমাত্র কতিপয় শিক্ষার্থীর অভিযোগ এবং এই অভিযোগ ঠিক কোন কোন স্লাইডের ভিত্তিতে করা হলো, তা নারী ও জেন্ডার বিষয়ক কোনও বিশেষজ্ঞ দ্বারা যাচাই না করেই সাময়িক বরখাস্তের সিদ্ধান্তটি আমাদের কাছে যথাযথ মনে হয়নি।

অধ্যাপক রিয়াজের সাময়িক বরখাস্ত প্রসঙ্গে সিণ্ডিকেট সদস্যদের কাছে মোট সাতটি সুপারিশ দিয়েছেন দশ শিক্ষক। তারা মনে করেন, জেণ্ডার বিষয়ক কোর্স পড়ানোর বড় ঝুঁকি হলো সেখানে প্রজনন স্বাস্থ্য, যৌনতা, জনসংখ্যা বিজ্ঞান প্রভৃতি বিষয় চলে আসে। যেখানে এমন কিছু শব্দ বা আলোচ্যসূচি চলে আসে, যা হঠাৎ করে অনেকের জন্য বিব্রতকর অবস্থা তৈরি হতে পারে।  তাই বলে সর্বোচ্চ বিদ্যাপিঠেও কি আমরা প্রাথমিক শিক্ষার সিলেবাস বিতর্কে যেরকম আত্মসমর্পণ করেছি, সেরকম আত্মসমর্পণ করবো, নাকি ভালোভাবে কোনটা অপ্রয়োজনীয় কোনটা প্রয়োজনীয় তা নির্ণয় করে পরবর্তীতে করণীয় নির্ধারণ করবো।

সিন্ডিকেট বরাবর চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের জন্য জেন্ডার বিষয়ক একটি প্রাথমিক ধারণামূলক আয়োজন করার আহ্বান জানানোসহ সাতটি সুপারিশে বলা হয়, সাময়িক বরখাস্তের পরিবর্তে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রথমে কোর্সটি পড়ানো থেকে ওই শিক্ষককে বিরত রাখা হোক। তার বহিষ্কারাদেশ স্থগিত করে সংশ্লিস্ট ‘আপত্তিকর’ কনটেন্ট ও স্লাইডগুলো পর্যালোচনার জন্য নারী ও জেণ্ডার বিষয়ক একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক।

উইমেন অ্যাণ্ড জেণ্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আয়েশা বানুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের উদ্বেগের কথা আমাদের অভিভাবক হিসেবে ‍উপাচার্যের কাছে জানিয়ে এসেছি এবং তিনি ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন।’

উল্লেখ্য,  শ্রেণিকক্ষে ‘অশ্লীল চিত্রের’ মাধ্যমে পাঠদানের অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. রিয়াজুল হককে সাময়িক বহিষ্কার করে ঢাকা  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: 

সহকর্মীদের রোষানলের শিকার হয়ে ‘সাময়িক বহিষ্কার’ ঢাবি শিক্ষক রিয়াজ!

সম্পর্কিত
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী