X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় পুলিশ প্রতিবেদন ছাড়া জামিনের শুনানি নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৭:৫১আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৭:৫৫

হাইকোর্ট তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় এখন থেকে পুলিশ প্রতিবেদন দেওয়ার আগে জামিন আবেদনের শুনানি সাইবার ট্রাইব্যুনাল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর কপি দেশের সব দায়রা জজ আদালত ও মুখ্য বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যপ্রযুক্তি আইনে করা এক মামলার জামিনের শুনানি করা না করার প্রশ্নে সাইবার ট্রাইব্যুনালের বিচারক এবং মাগুরার জেলা ও দায়রা জজ আদালতের বিচারককে সতর্ক করে এ আদেশ দেন আদালত।
এর আগে তথ্যপ্রযুক্তি আইনের এক মামলায় আসামির জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করা এবং না করার প্রশ্নে হাইকোর্টে লিখিত ব্যাখ্যা দেন ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক ও মাগুরার জেলা ও দায়রা জজ। তাদের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন আদালত।
বিচারকের ব্যাখ্যায় বলা হয়েছে— তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৭১ ধারার বিধান অনুযায়ী ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন শুনানি করার এখতিয়ারসম্পন্ন। কারণ এর আগে পৃথক চারটি মামলার আসামিকে সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জামিনের বিষয় নিষ্পত্তির আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আইন অনুযায়ী এবং উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক জামিনের বিষয়টি নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল। এরপরও জামিনের বিষয়টি শুনানির জন্য গ্রহণের মাধ্যমে অনিচ্ছাকৃত কোনও ত্রুটি থাকলে ক্ষমাপ্রার্থনা করা হলো।

গত ১৩ মার্চ তথ্যপ্রযুক্তি আইনের মামলার এক আসামির জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করা না-করার প্রশ্নে দুই বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেন হাইকোর্ট। ওই আদেশ অনুযায়ী ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম এবং মাগুরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান হাইকোর্টে তাদের পৃথক ব্যাখ্যা দাখিল করেন।

মাগুরার জেলা ও দায়রা জজ তার ব্যাখ্যায় উল্লেখ করেছেন, ট্রাইব্যুনাল গঠনের পর আইনের ৭১ ধারার বিধান অনুযায়ী দায়রা আদালত এ ধরনের মামলার জামিন আবেদন শুনানির জন্য আর গ্রহণের সুযোগ নেই। এ কারণে শুনানির জন্য জামিন আবেদনটি গ্রহণ করা হয়নি।

/এমটি/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রবিনিয়ো-সোহেল-এমফনের নৈপুণ্যে কিংস সেমিফাইনালে
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’