X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অমীমাংসিত তিস্তা চুক্তির বাস্তবায়ন চায় ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ১৬:২৬আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৬:৩০


ন্যাপ বাংলাদেশ
দেশের মানুষের মনের ভাব বুঝে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর অভিব্যক্তি নিয়ে দিল্লি সফর করুন। বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা চুক্তি কি হবে? দীর্ঘ দিনের অমীমাংসিত তিস্তা চুক্তির বাস্তবায়ন চাই।’
শুক্রবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভায় এসব কথা বলেন তিনি।  
জেবেল রহমান বলেছেন, ‘দেশবিরোধী কর্মকাণ্ড চলছে। দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র অব্যাহত। এমনকি জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশে ভারতের আক্রমণ হবে কিনা প্রশ্ন থেকে যায়- যেহেতু সরকার বলছে দুই দেশের মধ্যে যে কোনও অশুভ ঘটনার পরে আমরা বাংলাদেশ-ভারত যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করবো। কথা হচ্ছে, শক্তিশালী দেশের সঙ্গে যখন কোনও সামরিক-প্রতিরক্ষা চুক্তি করা হয় তখন সেই দেশ আরও শক্তিশালী হয়ে উঠে। দুর্বল দেশ শক্তিশালী হতে পারে না। দুর্বল থেকে যায়।’

তিনি বলেন, সরকারকে দেশের মানুষের মনে ভাষা পড়তে হবে, বুঝতে হবে। অন্যথায় পরিণতি শুভ হবে না।
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ক্ষমতাসীন সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থ রক্ষায় ব্যস্ত।  স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে করা কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না।
সভায় বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, সাদ্দাম হোসেন, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজুসহ প্রমুখ।

এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!