X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শেকৃবিতে নীল দলের নিরঙ্কুশ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ২১:৪৫আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২১:৪৫

শেকৃবিতে নীল দলের নিরঙ্কুশ জয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে (২০১৭) সবক’টি পদে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল কোনও পদেই জয় পায়নি।
সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নির্বাচনে নজরুল-মিজান পরিষদ ভোট পেয়েছে ৬৮ শতাংশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৭৫টি। নির্বাচনে ভোট দিয়েছে ৯৪ শতাংশ ভোটার।’
সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সর্বোচ্চ ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন পান ৫২ ভোট। সহ-সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ পেয়েছেন ১১৩ ভোট। একই পদপ্রার্থী সাদা দলের অধ্যাপক ড. নাহিদ জেবা পেয়েছেন ৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে নীল দলের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে দাঁড়ানো সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেন পান ৫৭ ভোট। যুগ্ম-সম্পাদক পদে নীল দলের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সাদা দলের অধ্যাপক ড. জামিলুর রহমান পান ৬০ ভোট।
কোষাধ্যক্ষ পদে নীল দলের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. মো. একরামুল হক পান ৫৪ ভোট। সদস্যপদে নির্বাচিত হয়েছেন— অধ্যাপক ড. রোকেয়া বেগম (১০৬) , সহযোগী অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম খান (৯৯), সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম (৯২), সহকারী অধ্যাপক রুহুল আমিন (১০০), সহকারী অধ্যাপক মোঃ মেফতাউল ইসলাম (৯০), সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম (৮৯)।

নব-নির্বাচিত নজরুল-মিজান পরিষদকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস জানিয়ে অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘আপনাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এ প্রত্যাশা করি।’

/এসএমএ/জেএইচ/

সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া