X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘পাকিস্তানের ধৃষ্টতার জবাব দিতেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন’

জাকিয়া আহমেদ
২৫ মার্চ ২০১৭, ০৬:৩৬আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১১:৩৮

গণহত্যা একাত্তরের ২৫ মার্চের কালরাতে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার কোনও আন্তর্জাতিক স্বীকৃতি নেই। একাত্তরের গণহত্যার কথা এখনও অস্বীকার করে পাকিস্তান। বাঙালি জাতির আত্মপরিচয় ও মর্যাদার ইতিহাস প্রতিষ্ঠার জন্য এবং মুক্তিযুদ্ধকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিতেই ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের গবেষক এবং শহীদ পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, চলতি বছর থেকেই দিনটি জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালিত হবে। গত ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে 'গণহত্যা দিবস' হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। এরপর ২০ মার্চ মন্ত্রিপরিষদের বৈঠকে প্রতি বছরের ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে বলে অনুমোদিত হয়।

এ বিষয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণহত্যা দিবস হিসেবে ৯ ডিসেম্বর আগে থেকেই পালিত হচ্ছে। বাংলাদেশও বিশ্বের ১৯৩টি দেশের সঙ্গে সেখানে স্বাক্ষর করেছে। সুতরাং দিনটি পরিবর্তন করা সম্ভব নয়। আমরা পুরো নয় মাসেই যে গণহত্যা হয়েছিল, সেই স্বীকৃতি চাই।’

শহীদ আলীম চৌধুরীর কন্যা নুজহাত চৌধুরী অবশ্য দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের পক্ষে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৫ মার্চের ঘটনা বিশ্বের অন্যতম বড় গণহত্যা। কিন্তু পশ্চিমা বিশ্ব তা স্বীকার করতে চায় না। মুক্তিযুদ্ধের সময়ে পাশ্চাত্যের সমর্থন ছিল পাকিস্তানের পক্ষে। পশ্চিমা বিশ্ব নিজেদের দায়ভার লুকিয়ে রাখতে চায় বলেই সেই গণহত্যার কথা স্বীকার করতে চায় না। এতে সুবিধা পেয়েছে পাকিস্তান। এত বড় গণহত্যা চালিয়েও তারা কিন্তু কোনও শাস্তির মুখোমুখি হয়নি।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের যে ১৯৫ সেনা কর্মকর্তা যুদ্ধাপরাধী, তাদের বিচার নিশ্চয়ই আমরা বাংলার মাটিতে করবো। কিন্তু পাকিস্তান দেশ হিসেবে আন্তর্জাতিক মহলে যে মিথ্যাচার করছে, তার জন্য সারা বিশ্বের কাছ থেকে তাদের ধিক্কার পাওয়া উচিত ছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কেবল গণহত্যা নয়, ধর্ষণ, ধর্মান্তরিত, অগ্নিসংযোগ-কী করেনি! এতো সব জঘন্য কাজের পরেও তারা আমাদের পবিত্র মুক্তিযুদ্ধ, ইতিহাস নিয়ে মিথ্যাচার করার ধৃষ্টতা দেখাচ্ছে। সেজন্যই দরকার গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে ভবিষ্যত প্রজন্মের কাছে দ্বিধাহীন এবং পরিচ্ছন্ন ইতিহাস রেখে যাওয়ার জন্যও আমাদের এই স্বীকৃতি প্রয়োজন।’  

একই অভিমত ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান ড. এম এ হাসানের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ শুরু করেছিল সেটি বাঙালির জীবনের চাকাকে ঘুরিয়ে দিয়েছিল। বাঙালির আত্মপরিচয় নির্মাণের জন্য, যে মর্যাদা পাকিস্তান ভুলুন্ঠিত করেছিল সেই মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। কিন্তু পাকিস্তান এবং পাকিস্তানের সমর্থক দেশগুলো শক্তিশালী হওয়ার কারণে আমরা সেই স্বীকৃতি অর্জন করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘শুধু গণহত্যা না, যুদ্ধাপরাধ নিয়েও পাকিস্তান মিথ্যাচার করে আসছে। অস্বীকার ও বিচারহীনতার বৃত্ত থেকে নিজেদের মুক্ত করার জন্য ২৫ মার্চের গণহত্যাকে পুনরায় বিশ্বের সামনে আনতে হবে এবং গণহত্যার বিষয়টিকে প্রতিষ্ঠিত করতে হবে। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি হবে জাতির আত্মপরিচয় এবং মূল্যবোধ নির্মাণের প্রথম পদক্ষেপ।’

/এএআর/আপ-এমডিপি/

      

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ