X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোগীর সংখ্যা বেড়েছে বিএসএমএমইউ’র অর্থোপেডিক সার্জারি বিভাগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৭, ২১:৫০আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২১:৫০

বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি উইংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অর্থোপেডিক সার্জারি বিভাগে গত পাঁচ বছরে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। অস্ত্রোপচারের সংখ্যা বেড়েছে ১৯ শতাংশ। অস্ত্রোপচারের দিক থেকে হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি উইংয়ে রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি অর্থাৎ ৩৬ শতাংশ (৩৪৬ জন)। এরপরই বেশি স্পাইন ও আর্থোসকপির রোগী। ২০১৬ সালে অর্থোপেডিক সার্জারি বহির্বিভাগে ১ লাখ ২ হাজার ৪০০ রোগী সেবা নিয়েছেন। অস্ত্রোপচার হয়েছে মোট ৮৭৬ জন রোগীর।

সোমবার (২৭ মার্চ) বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি উইংয়ের উদ্বোধনীতে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে অর্থোপেডিক সার্জারি বিভাগে রোগীদের চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জন্মগত বিকলাঙ্গ, জটিল টেনডন ও নার্ভ সার্জারি, ব্রাকিয়াল প্লেকজাস ও বিভিন্ন ধরনের রিকনস্ট্রাক্টিভ সার্জারির মাধ্যমে হাত বা পায়ের জখমের যুগোপযোগী চিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

অন্য বক্তারা জানান, বিএসএমএমইউতে এখন হ্যান্ড সার্জারির সব ধরনের অস্ত্রোপচার হচ্ছে। বিশেষভাবে এখানে ব্রাকিয়াল প্লেকজাস ইনজুরি ও জটিল রিকনস্ট্রাক্টিভ সার্জারির মাধ্যমে আরও বেশিসংখ্যক রোগী সেবা পাবেন।

অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত, ব্রাকিয়াল প্লেকজাস ও পেরিফেরাল নার্ভ ইনজুরি ও হ্যান্ড টিউমারের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। গত পাঁচ বছরের অর্থোপেডিক সার্জারি বিভাগের সার্বিক কার্যাবলীসহ হ্যান্ড সার্জারি ইউনিটের সার্বিক কার্যপরিধি উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, হ্যান্ড সার্জন অধ্যাপক ডা. আর আর কোয়েরি।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ