X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দুদক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ছয় সাংবাদিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৭:০৯আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:১৩

অতিথিদের সঙ্গে পদকপ্রাপ্ত সাংবাদিকরা দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ছয় সাংবাদিক। মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে- প্রথম ওবায়দুল কবীর (মাছরাঙ্গা টেলিভিশন), দ্বিতীয় জেমসন মাহবুব (৭১ টেলিভিশন), তৃতীয় এস এম সেকান্দার (একুশে টেলিভিশন)।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আবু সালেহ রনি (সমকাল), দ্বিতীয় ফখরুল ইসলাম (প্রথম আলো)। এই ক্যাটাগরিতে পর্যাপ্ত প্রতিবেদন না থাকায় তৃতীয় পুরস্কারের জন্য কাউকে নির্বাচিত করা হয়নি।

এছাড়া অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বিশেষ পুরস্কারের সম্মাননা প্রদান করা হয়েছে মাছরাঙ্গা টেলিভিশনের বদরুজ্জামান বাবুকে।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় জনকে ৪০ হাজার টাকা ও তৃতীয় জনকে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেককে একটি করে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রধান অতিথির ভাষণে মন্ত্রী বলেন, ‘উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। শুধু আমাদের দেশে নয়। দুর্নীতি সারাবিশ্বের সমস্যা। আমরা দেখেছি দুর্নীতির কারণে কোনও কোনও দেশের সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে যায়।’

তিনি বলেন, ‘আমাদের পাঠ্যপুস্তকে দুর্নীতিবিরোধী বিশেষ ভূমিকা থাকা উচিত। কারণ শিশুদের মনে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে পারলে ভবিষ্যতে তারা আর দুর্নীতিতে জড়াবে না। যাতে করে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সহায়ক হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘অনুসন্ধানী প্রতিবেদন দুদকের মূল কাজের ক্ষেত্রে সহায়তা করে। এসব প্রতিবেদন থেকে দুদক দুর্নীতির অনেক প্রাথমিক তথ্য পেয়ে থাকে। যা পরবর্তীতে দুদকের অনুসন্ধানে সহায়ক হয়।’

তিনি সাংবাদিকদের আরও বেশি বেশি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী। তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর। এছাড়াও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরজে/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা