X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অধ্যক্ষ যেভাবে প্রশ্নপত্র ফাঁসকারী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৭:৫১আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:৫১

প্রশ্নপত্র ফাঁস চক্রের গ্রেফতারকৃত নয় জন যার কাছে প্রশ্নপত্র সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেই অধ্যক্ষই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত! এমনই একজন অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, কিভাবে তার মাধ্যমে গড়ে উঠেছিল প্রশ্নপত্র ফাঁসের চক্র।  

সোমবার রাজধানীর তেজগাঁও এলাকার সাতরাস্তা থেকে প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির অভিযোগে একজন অধ্যক্ষ, তিনজন শিক্ষক, এক অফিস সহকারী ও চার ছাত্র সহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তারা হলেন- আশুলিয়ার গাজীরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন, টঙ্গীর কোনিয়া কোচিং সেন্টারের শিক্ষক মো. হামিদুর রহমান ওরফে তুহিন, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, এএম উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মো. আতিকুল ইসলাম, অফিস সহকারী মো. আব্দুল মজিদ এবং ছাত্র মো. আরিফ হোসেন আকাশ ওরফে আদু ভাই, মো. সাইদুর রহমান, মো. রাকিব হোসেন ও তানভীর হোসেন। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘আশুলিয়ার গাজীরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা শুরু হওয়ার আগেই সাধারণত প্রশ্নপত্র কেন্দ্রে চলে যায়। এই সুযোগটা নিতো কলেজের অধ্যক্ষ। প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের কক্ষে পাঠানোর এক ঘণ্টা আগে তা খুলে দ্রুত ছবি নিতো মোবাইলে। সাধারণত এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের ছবি তুলে তা সংশ্লিষ্ট শিক্ষকদের দিয়ে সমাধান করানো হতো। ফেসবুকে তাদের একটি ক্লোজ গ্রুপে দুই হাজার শিক্ষার্থী রয়েছে। উত্তর লেখা হলে তা ওই গ্রুপে দিয়ে দেওয়া হতো। উত্তর দেখেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতো।’

তিনি আরও বলেন, ‘শিক্ষক ও ছাত্র উভয়ই এই ক্লোজ গ্রুপটির অ্যাডমিন। গ্রুপটি থেকে ২০১৬ সালের জেএসসির বাংলা দ্বিতীয় পত্র, গণিত, ইংরেজি, কৃষিশিক্ষা, চারু ও কারু কলা, একই বছরের এইচএসসির উচ্চতর গণিত প্রথম পত্র, রসায়ন, জীববিজ্ঞান এবং ২০১৭ সালের এসএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও পদার্থবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের ভুয়া প্রশ্নপত্র, প্রশ্নপত্র ফাঁসের গুজবের স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে।’

গ্রুপটিতে থাকা শিক্ষার্থীরা প্রশ্নপত্র ও উত্তর পাওয়ার পর প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে বিকাশ করতো বলে জানান ডিবি পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, ‘এই টাকা শিক্ষক ও ফাঁসচক্রের অন্যদের মধ্যে ভাগ করা হতো। একইভাবে সৃষ্টি সেন্ট্রাল স্কুল ও কলেজের গণিত শিক্ষক জাহাঙ্গীর আলমও তার স্কুল থেকে এভাবে প্রশ্নপত্র ফাঁস করে আসছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রশ্নপত্র ফাঁসের সোর্সকে চিহ্নিত করার জন্য তিনটা জায়গায় নজরদারি করেছি। প্রথমত, প্রশ্নপত্র প্রণয়ন কমিটি বা ম্যানেজমেন্ট কমিটি। দ্বিতীয়ত যেখান থেকে প্রশ্ন ছাপানো হয়। তৃতীয়ত, প্রশ্নপত্র জেলা প্রশাসকের কার্যালয় ও যেসব সেন্টার থেকে বিতরণ হয়। এর মধ্যে আমরা তৃতীয় জায়গা থেকে দুটি চক্রকে গ্রেফতার করেছি। তারা প্রাথমিকভাবে এই অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

আব্দুল বাতেন বলেন, ‘প্রিন্সিপাল মোজাফফর হোসেনের নেতৃত্বে অন্যান্য আসামীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে ফেসবুক গ্রুপ, ইমো, হোয়াটস অ্যাপ এর মাধ্যমে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়  করছিল।’

শুধু মোজাফফর হোসেন নয়, এর আগে রাজধানীর কমলাপুর শের-ই-বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল আলিমকেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। আব্দুল আলিমও একই পদ্ধতিতে প্রশ্ন ফাঁস করতো। একই স্কুলের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে, সে অধ্যক্ষের নির্দেশেই এই কাজ করতো। দুজনেই বর্তমানে কারাগারে রয়েছে।

/এআরআর/এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!