X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যে কারণে কমেছে এইচএসসি পরীক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১৮:১৮আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৯:৩৩

রবিবার (২ এপ্রিল) থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষায় ৮টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডের (ডিআইবিএসসহ) আওতায় এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তবে গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন, সে তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

এইচএসসি পরীক্ষার্থী (ফাইল ছবি) গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘মূলত দুটি কারণে এবার পরীক্ষার্থী কমেছে। ২০১৪ সালে এসএসসিতে উত্তীর্ণ পরীক্ষার্থী ছিল ১৩ লাখ তিন হাজার ৩৩১ জন। ২০১৫ সালে এসএসসিতে উত্তীর্ণ হয়েছিল ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন। ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে পরীক্ষার্থীর পাসের সংখ্যা হ্রাস পেয়েছিল ২০ হাজার ৭১৩ জন। সেই ২০ হাজার শিক্ষার্থী কলেজে কম ভর্তি হয়েছে।’

এইচএসসি পরীক্ষা উপলক্ষে মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং দ্বিতীয় কারণ সম্পর্কে মাহবুবুর রহমান বলেন, ‘২০১৫ সালে যশোর বোর্ডে ইংরেজি পরীক্ষায় বিপর্যয়ের কারণে পাসের হার ৪৬ শতাংশে নামে। যা গত বছরে ৮৬ শতাংশে উন্নীত হয়। ওইসব পরীক্ষার্থীরা অনিয়মিত হিসাবে গত বছর পরীক্ষা দিয়ে ইংরেজিতে ৯০ শতাংশের বেশি পাস করেছে। যে কারণে যশোর বোর্ডে অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৭৮২ জন কমেছে।’

পাসের ফলে ২০ হাজার ৭১৩ জন এবং অনিয়মিত কারণে কমেছে ২৫ হাজার ৭৮২ জনসহ মোট ৪৬ হাজার ৪৯৫ জন। এই দুটি ঘটনা না ঘটলে স্বাভাবিকভাবে ১১ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেত। এবার অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ২৫৪ জন। এর বাইরে এবার ৩ হাজার ২৬২ জন প্রাইভেট এবং ৬ হাজার ২৫ জন মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে।

নিবন্ধন করেও শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব শিক্ষার্থী পড়াশোনা অব্যাহত রাখতে পারে না। নিবন্ধন করে টেস্ট পরীক্ষা দিয়ে আসতে হয়, টেস্টেও অনেকে বাদ পড়ে যায়। এছাড়া কিছু শিক্ষার্থী চাকরি বা পড়াশোনার জন্য বিদেশে যায়, নানা কারণে ড্রপ আউট হয়।’ কেউ যাতে ঝরে না পড়ে সে বিষয়ে আমরা জোর দেব, বলেও জানান শিক্ষামন্ত্রী।

/এসএমএ/এমও/

এ সংক্রান্ত আরও খবর: ‘এইচএসসিতে পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন’

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা