X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ড, ঢাকা বিমানবন্দর ও মৌলভীবাজারে একই বিস্ফোরক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১৮:৪৫আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:৫০

নাসিরপুরের  জঙ্গি আস্তানা, বুধবার রাতের ছবি মৌলভীবাজারে নাসিরপুরের জঙ্গি আস্তানায় যে ধরনের বিস্ফোরক পাওয়া গেছে,একই ধরনের বিস্ফোরক চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা ও ঢাকার  বিমানবন্দরে আত্মঘাতী জঙ্গির কাছেও পাওয়া গিয়েছিল। এ তথ্য জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নাসিরপুরের ওই জঙ্গি আস্তানাটিতে গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ  বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযান শেষে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে সিটিটিসি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মনিরুল ইসলাম।

সিটিটিসি’র সোয়াট টিম এ অভিযান পরিচালনা করে বলে জানান ইউনিটের  প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘সীতাকুণ্ডের অভিযানে যে ধরনের আইইডি পাওয়া গিয়েছিল এখানকার আইইডি একই রকম।সীতকুণ্ডে অবিস্ফোরিত যে বোমা পাওয়া গিয়েছিল বিমানবন্দরে আত্মঘাতী জঙ্গির কাছে পাওয়া বোমার সঙ্গে তার মিল ছিল। প্রবেশ দ্বারসহ স্ট্র্যাটেজি পয়েন্টে যে বোমা ও গ্রেনেড ছিল ঢাকা থেকে আনা ড্রোন দিয়ে সেগুলোর ছবি তুলে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।’

অভিযান প্রসঙ্গে মনিরুল বলেন, ‘মৌলভীবাজার পুলিশ ফতেপুর আস্তানা ঘেরাও করে রাখে। গতকাল বুধবার  সোয়াট ও বম্ব ডিজপোজালের ডিসি উপস্থিত হয়েছেন। গতকাল সোয়াট আসার পরে অভিযানের গুরুত্ব ও যেধরনের বিস্ফোরকের ভাণ্ডার ছিল, সেটি বিবেচনা করেই সিদ্ধান্ত গৃহীত হয়।সিদ্ধান্ত হয়,সোয়াট টিম অপারেশন করবে। সোয়াট, এপিবিএন, কাউন্টার টেরোরিজমের অন্যান্য দলগুলো সাপোর্টিভ জায়গায় কাজ করবে।এসময় জঙ্গিরা ১২টি বিস্ফোরণ ঘটায়। সোয়াটের  অভিযানের আগে মাইকে আত্মসমর্পণের জন্য জঙ্গিদের বারবার অনুরোধ জানানো হয়। তারা ওই সময়টাতেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। প্রবেশমুখে শক্তিশালী গ্রেনেড ও বোমা ছড়ানো-ছিটানো ছিল। কাল সন্ধ্যায় সোয়াট প্রথম অভিযান শুরু করলে পালানোর পথ নাই দেখে সম্ভবত জঙ্গিরার সপরিবারে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে। সে এক বীভৎস চিত্র।ধারণা করা যাচ্ছে, সেখানে সাত-আটটি ডেড বডি হতে পারে। তারা সবাই নব্য জেএমবির সদস্য।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি।বুধবার সন্ধ্যায় নাসিরপুরের আস্তানায় অভিযান শুরু করে সোয়াট।পরে আলোর স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত রাখা হয়। আজ  বৃহস্পতিবার সকাল ১০টার পরে পুনরায় অভিযান শুরু করে সোয়াট। শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

/সিএ / এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী