X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগে পদ ভাগাভাগি চলবে না: ওবায়দুল কাদের

জবি প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ২০:০২আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২০:১২

ওবায়দুল কাদের (ফাইল ফটো) পদ ভাগাভাগি করে নয়, কর্মীদের কাছে যারা গ্রহণযোগ্য, তাদের ছাত্রলীগের নেতৃত্বে আনতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি ছাত্রলীগের নেতাদের বলতে চাই, আপনারা পদ ভাগাভাগি করবেন না। একটা সোহাগ সাহেবের, আরেকটা জাকির সাহেবের— এটা চলবে না। কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা আছে, এমন নেতাদের নেতৃত্বে আনতে হবে।’
বৃহস্পতিবার (৩০ মার্চ) ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নয়, ছাত্রলীগের কোনও শাখাতেই পকেট কমিটির মাধ্যমে নেতৃত্ব বণ্টন করা যাবে না। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। মাথায় রাখতে হবে, ছাত্রলীগ সোহাগ-জাকির বা কোনও ব্যক্তির সংগঠন নয়, এটি বঙ্গবন্ধুর সংগঠন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সংগঠন।’
অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের আদর্শ মানুষ হতে হবে । ছাত্রলীগ কারও পথ আটকাতে পারে না। ছাত্রলীগ তাদের মেধার সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শের সমন্বয় ঘটিয়ে দেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করবে। ছাত্রলীগকে মাদকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ এসময় তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের মাদক থেকে বিরত থাকার শপথবাক্যও পাঠ করান।
এর আগে বৃহস্পতিবার বেলা ১২টায় জবি ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত বাজিয়ে এবং পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় ছাত্রলীগের বার্ষিক এই সম্মেলন। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জবি শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজীউদ্দিন আহম্মেদ রাজু, ঢাকা মহানগর দক্ষিণের মেয়র সাঈদ খোকন, ঢাকা বার কাউন্সিলের সভাপতি নজিবুল্লাহ হিরো, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালের ৩ অক্টোবর তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শরিফ-সিরাজের নেতৃত্বে এক বছরের কমিটি ঘোষণা করে। এরপর জবি ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রায় চার বছর ধরে ছাত্রলীগেরর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিটটির পদ দখল করে আছেন। নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার বছর পর এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাচ্ছে ছাত্রলীগের হেভিওয়েট এই শাখা।
/টিআর/

সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!