X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের নতুন নম্বর ১০৯, শিক্ষার্থীদের অবহিত করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৭, ০৫:৩১আপডেট : ৩১ মার্চ ২০১৭, ০৫:৩২
image

ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের নতুন নম্বর ১০৯, শিক্ষার্থীদের অবহিত করার নির্দেশ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল কর্মসূচির আওতায় ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের নতুন নম্বর ‘১০৯’ সম্পর্কে সব শিক্ষার্থীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, এর আগে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের নম্বর ছিল ‘১০৯২১’। এটি ২০১৭ সালের ৬৩টি পাঠ্যবইয়ের কাভারপেজের পেছনে লেখা রয়েছে। কিন্তু আন্তর্জাতিকভাবে হেল্পলাইনের জন্য তিন ডিজিটের নম্বর চালু থাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে টোল ফ্রি ‘১০৯২১’ নম্বরটি পরিবর্তন করে ‘১০৯’ করা হয়। তাৎক্ষণিকভাবে মনে রাখার সুবিধার জন্যই এটি করা হয়।
১৫ মার্চ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন হেল্পলাইন নম্বরটি অবহিত করতে চিঠি দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে। ওই চিঠির পর সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি অবহিত করতে নির্দেশ দেওয়া হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল কর্মসূচির পরিচালিত এই নম্বরটি টোল ফ্রি করা হয়েছে। যে কোনও অপারেটরের মোবাইল বা ল্যান্ডলাইন থেকে বিনা খরচে ফোন করে নারী নির্যাতনের শিকার কোনও নারী প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন রাত-দিনের যে কোনও সময়।
শুধু নিজে নির্যাতনের শিকার হলেই নয়, আশপাশের কাউকে নির্যাতনের শিকার হতে দেখলে বা শুনলেও সে তথ্যও জানানো যাবে এই নম্বরে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন থাকবে। নির্যাতনের শিকার হলে কোথায় যেতে হবে, কোন ধরনের নির্যাতনের জন্য কোন ধরনের আইনি সহায়তা নিতে হবে, এসব পরামর্শও জানা যাবে নম্বরটিতে।

/এসএমএ/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া