X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মেয়র আরিফের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৭, ১৬:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৭:৩৭

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মধ্যেই আবারও সাময়িক বরখাস্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সাময়িক বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে  আদালত রুল জারি করেছেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (৩ এপ্রিল) আদেশ দেন।
মেয়র আরিফুলের সাময়িক বরখাস্তের আদেশে স্থগিতাদেশের পাশাপাশি স্থানীয় সরকার সচিব, পুলিশ কমিশনার সিলেট, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, চিফ এক্সিকিউটিভ অফিসার (স্থানীয় সরকার) ও সিলেট সিটি করপোরেশনের সহকারী সচিবকে আগামী তিন দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে সকালে সাময়িক বরখাস্তের আদেশটি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আরিফুল হক চৌধুরী। আইনজীবী আব্দুল হালিম ক্বাফী সাংবাদিকদের বলেন, ‘সকালে করা রিট আবেদনের শুনানি নিয়ে তিন মাসের জন্য বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন আদালত। আগামী রবিবার এ বিষয়ে বিস্তারিত শুনানির দিন ধার্য করা হয়েছে।’
গতকাল রবিবার (২ এপ্রিল) উপ-সচিব মো.মাহমুদুল আলম স্বাক্ষরিত আরিফের বরখাস্তের আদেশে বলা হয়েছে, ‘আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা- ৪/২০০৯ এর সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ আদালতে গৃহীত হয়েছে। সেহেতু সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ আইন ২০০৯-এর ১২ উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সাময়িক বরখাস্ত করা হলো।’


/এমটি/ইউআই/এপিএইচ/

আরও পড়ুন-

চেয়ারে বসার তিন ঘণ্টা পর আবারও বরখাস্ত সিলেটের মেয়র

আদালতের নির্দেশে কার্যালয়ে গিয়ে ফের বরখাস্ত দুই মেয়র

ভিন্ন স্বাক্ষরে একই ভাষায় দুই মেয়র বরখাস্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প