X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কৃমিনাশক ওষুধে ভয়ের কিছু নেই: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ০৫:১৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ০৫:১৯

স্বাস্থ্য অধিদফতর কৃমিনাশক ওষুধ সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এবং গুরুতর কোনও স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ নেই। তাই এতে ভয়ের কোনও কারণ নেই বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা। সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, কৃমিনাশক ওষুধ খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে অধিদফতর ‘ম্যাস সাইকোজনিক ইলনেস’ বা ‘গণমনস্তাত্বিক অসুস্থতা’ বলে জানিয়েছে। প্রসঙ্গত যে, গত তিনদিনে দেশের বিভিন্ন জেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে সংবাদ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুবছর ধরে বেলজিয়ামের ‘জনসন অ্যান্ড জনসন’ কোম্পানি হতে অনুদানের মেবেলডাজন ট্যাবলেট দ্বারা পরিচালিত এ কৃমিনাশক ওষুধ সেবন কার্যক্রম বছরে দুইবার রোগ নিয়ন্ত্রণ বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে। এ ওষুধে কোনও স্বাস্থ্য ঝুঁকি নেই। দেশে কৃমির সংক্রমণ প্রতিরোধ ও নির্মূলে আগামীতেও প্রাথমিক ও মাধ্যমিক দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে অভিভাবকদের অনুরোধ করা হয়, তারা যেন বিনা সংকোচে শিশুদের এ ওষুধ খাওয়াতে সহযোগিতা করেন। তবে কৃমির ওষুধ সবসময়ে ভরা পেটে এবং কোনও ধরণের শারীরিক পরিশ্রমের পর না খাওয়ার আহ্বান জানায় অধিদফতর।

এদিকে ডা. সানিয়া তহমিনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাংবাদিকরা চাইলে ওষুধগুলো দেখতে পারেন, সেগুলোর এক্সপায়ার ডেট রয়েছে। এ ওষুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়নি, গরমে তারা অসুস্থ হয়েছে বলেই ধারণা করছি।’ শিক্ষার্থীদের কাউকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক