X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সময়মতো প্রকল্প শেষ না হলে দায়ভার পরিচালকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ২৩:১১আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ২৩:১৯

শিক্ষা মন্ত্রণালয়ে আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা (ছবি- ফোকাস বাংলা) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর-সংস্থার প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। ব্যর্থ হলে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে। সময়মতো প্রকল্প শেষ না করার দায়ভারও প্রকল্প পরিচালকদের নিতে হবে।’
বুধবার (৫ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘সব প্রকল্প শতভাগ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’ এসময় প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
সভায় বিভিন্ন সংস্থার প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, ২০১৬-১৭ অর্থবছরের শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৭৮টি প্রকল্পে মোট বরাদ্দ ৫ হাজার ৩৭০ কোটি ৬৯ লাখ টাকা। এর মধ্যে অবমুক্ত করা হয়েছে ২ হাজার ৯১৬ কোটি ৫২ লাখ টাকা এবং এরই মধ্যে ব্যয় হয়েছে ১ হাজার ৬৩১ কোটি ৬১ লাখ টাকা। বাস্তবায়ন অগ্রগতি শতকরা ৩০ ভাগ। সভায় আরও জানানো হয়, বরাদ্দের ৪ হাজার ৫১৩ কোটি টাকা জিওবি খাতের এবং ৮৫৭ কোটি ৬৮ লাখ টাকা প্রকল্প সাহায্য।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মহিউদ্দিন খান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা