X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল নম্বর চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ২৩:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২৩:৫০

পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল নম্বর চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা চলাকালীন ঢাকা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মোবাইল নম্বর চাওয়া হয়েছে। এক্ষেত্রে একাধিক মোবাইল নম্বর ব্যবহার করলেও তা জানাতে হবে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) পৃথক আদেশে এই নির্দেশনা দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রশ্নপত্র বহনকারী গাড়ির কাচ যেন কালো না হয় সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিগত এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এইচএসসি পরীক্ষার আগেও একই বিষয় সামনে আসে। গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অধ্যক্ষসহ শিক্ষক গ্রেফতার হন। এরপর থেকে প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবি জোরালো হয়।
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন রাজধানীতে তিন কলেজ শিক্ষক প্রশ্নপত্র আনতে যান স্মার্ট মোবাইল ফোন নিয়ে। এ নিয়েও উঠেছে প্রশ্ন। এরপর ট্রেজারি থেকে প্রশ্ন আনার সময় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রতিনিধি কেউ মোবাইল ফোন নিতে পারবেন না, এমন নির্দেশনা জারি করা হয়।

ট্রেজারি/থানা/ব্যাংক থেকে প্রশ্নপত্র আনা-নেওয়ার সময় কোনও কালো কাচের গাড়ি ব্যবহার করা যাবে না মর্মে বৃহস্পতিবার আদেশ জারি করে ঢাকা শিক্ষা বোর্ড। আদেশে শুধু স্বচ্ছ গ্লাসযুক্ত গাড়ি ব্যবহারের কথা বলা হয়।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ঢাকা শিক্ষা বোর্ডের অন্য আদেশে বলা হয়, চলমান এইসএসসি ও ডিআইবিএস (ডিপ্লোমা-ইন-বিজনেস স্ট্যাডিজ) পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সব কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারীর এক বা একাধিক (ব্যবহৃত) মোবাইল নম্বর আগামী ৯ এপ্রিলের মধ্যে ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের ই-মেইল ঠিকানায় ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক