X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টিউশন ফি বাড়ানো ঘোষণার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, অর্থমন্ত্রীকে স্মারকলিপি

জাবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৭, ০১:১৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০১:৫১
image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের টিউশন ফি পাঁচগুণ বাড়ানো হবে, অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ প্রদর্শন ও অর্থমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। শনিবার বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর আগে গত ৩০ মার্চ রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্র এনজিওদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় টিউশন ফি পাঁচগুণ বৃদ্ধির ঘোষণা দেন তিনি। শনিবার বিশ্ববিদ্যালয়ে অর্থমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তার বক্তব্যের প্রতিবাদ জানাতে প্রস্তুতি নেয় সংগঠন দুটি। 

সকাল ১০ টায় অমর একুশের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রফ্রন্ট। সমাবেশ ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি মাসুক হেলাল অনিক বলেন, ‘দেশ নাকি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে অর্থাৎ রাষ্ট্র তার জনগণের শিক্ষা-চিকিৎসার দায়িত্ব আরও ভালোভাবে নিতে পারবে। অথচ,উল্টো আরও শিক্ষার ব্যয়বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রমাণ করলো তারা জনগণের জন্য নয় তারা ব্যবসায়ীদের জন্য।’

সমাবেশে অন্য বক্তারা বলেন, ‘অর্থমন্ত্রীর এই বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। যেখানে রাষ্ট্রের দায়িত্ব শিক্ষাকে আরও সুলভ করা, সবার কাছে নিয়ে যাওয়া। সেখানে এই ধরনের বক্তব্য বরং বিভিন্ন অনিয়মে ক্রমসংকোচমান শিক্ষার সুযোগকে আরও সংকুচিত করবে, ব্যবসায়ীদের পণ্যে রূপান্তরিত করবে।’

সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা।

এদিকে অর্থমন্ত্রীর অংশগ্রহণের অনুষ্ঠান শেষে পৌনে একটার দিকে তাকে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

স্মারকলিপিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়গুলাতে অভ্যন্তরীণ আয়ের খাত বাড়ানোর লক্ষ্যে বেতন ও অন্যান্য খাতে ফি বৃদ্ধি করা হচ্ছে। যার প্রত্যক্ষ ভূক্তভোগী হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থী। বর্তমান সময়ে শিক্ষাখাতে বাজেট বাড়ানো সময়ের দাবি, ঠিক সে সময়ে অর্থমন্ত্রীর বক্তব্য শিক্ষার্থী ও অভিভাবকদের ভাবিয়ে তুলেছে। বেসরকারিকরণের ফলে উচ্চশিক্ষা একটি বাণিজ্যিক খাতে পরিণত হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ কমিয়ে ও অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নানা দিক-নির্দেশনা চাপিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের ‘পাবলিক’ চরিত্র হারাচ্ছে।’

/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির জন্য প্রার্থনা করে বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির জন্য প্রার্থনা করে বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা