X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা পাচ্ছেন না বৈশাখী ভাতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ০২:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ০২:৩৫

মাউশি ও বৈশাখের প্রতীকি ছবি সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা পেলেও এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকরা এবারও বৈশাখী ভাতা পাচ্ছেন না। সোমবার পর্যন্ত অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়কে।
জানা গেছে, নতুন বেতন কাঠামোতে (অষ্টম বেতন কাঠামো) সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনীর কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা দেওয়ার কথা থাকলেও প্রথমবার ২০১৬ সালে বৈশাখী ভাতা পাননি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে এ বছর তাদের বৈশাখী ভাতা দেওয়ার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। তবে অর্থ মন্ত্রণালয় এখনও অর্থ ছাড় দেয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা দেওয়ার প্রস্তাব সুপারিশসহ অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় অর্থ ছাড় দিলেই তারা বৈশাখী ভাতা পাবেন।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও কোনও সিদ্ধান্ত এসে পৌঁছেনি আমাদের কাছে।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সংশ্লিষ্ট শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, এখনও কোনও নির্দেশনা নেই সেখানে। আর এতো কম সময়ে ভাতা দেওয়ার সিদ্ধান্ত এসে পৌঁছানোর সম্ভাবনাও নেই।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, অষ্টম বেতন কাঠামোতে ২০১৬ সাল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলা ‘নববর্ষ ভাতা’ চালু করা হয়। এর পরিমাণ মূল বেতনের ২০ শতাংশ। তবে অষ্টম বেতন কাঠামোর প্রকাশিত গেজেটে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করার কথা বলা হয়নি।

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!