X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৭, ০১:৪১আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ০২:০০

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে পালনের জন্য চিঠি দেওয়া হলেও মন্ত্রিসভা পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় থমকে আছে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার প্রক্রিয়া। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে এরই মধ্যে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছে বলে জানিয়েছেন এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পেলেও প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত করা যাচ্ছে না। মন্ত্রিসভার অনুমোদন না পাওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়েরই দায়িত্বে থাকছে।’
মঙ্গলবার (১১ এপ্রিল) সচিবালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনীর ওপর ভিত্তি করে বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা প্রসঙ্গে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান, স্বীকৃতি দেওয়া ও রেজিস্ট্রেশনের কাজগুলো আমাদের করার জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এই চিঠি দেওয়ার পরও কিছু কাজ থাকে। কেবিনেট পর্যায়ে কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো উনারা (শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা) করছেন।’
গণশিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কাজটি (অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক) পেলে কী করব, তার জন্য গ্রাউন্ড ওয়ার্ক করছি। যেমন— জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) রোল কী হবে, এখন কী রোল আছে, এসব ঢেলে সাজানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। উনারা (শিক্ষা মন্ত্রণালয়) ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির দায়িত্ব ছেড়ে দিলে যেন আমরা চালাতে পারি, তা নিশ্চিত করার কাজ করছি। উপযুক্ততা পরীক্ষা করে নিশ্চয়ই ছাড়বে শিক্ষা মন্ত্রণালয়।’
চলতি বছর জেএসসি পরীক্ষার দায়িত্বে কোন মন্ত্রণালয় থাকবে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভা থেকে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত নির্দেশনা না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা দায়িত্ব নিতে পারছি না। আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে, আমরা প্রস্তুতি নিচ্ছি।’
কবে নাগাদ এই প্রক্রিয়া বাস্তবায়িত হতে পারে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১০-এর শিক্ষানীতির আলোকেই কাজ চলছে। প্রতটি কাজের শুরু আছে, শেষও আছে। আমি মনে করি, শিক্ষানীতি প্রণয়নে শিক্ষামন্ত্রী নেতৃত্ব দিয়েছেন। দু’টো মন্ত্রণালয় যুক্ত ছিল, আলাদা করা হয়েছে। উনি (শিক্ষামন্ত্রী) যখন জাতির সামনে অঙ্গীকার করেছেন যে ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণিতে উন্নীত করা হবে, নিশ্চয়ই তিনি সেটা করবেন। ভরসা রাখেন। কাজ এখন থেকে শুরু হয়েছে, বাস্তবায়নের শেষ ধাপটা ২০১৮ সালে হবে।’
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!