X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৬ বছরের মধ্যে জেন্ডার সমতা আসবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৭, ১৯:১১আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৯:১৯

ইউআইইউ সমাবর্তনে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পদক বিতরণ করছেন শিক্ষামন্ত্রী আগামী তিন বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক এবং ছয় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জন করা সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘নারীশিক্ষায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জন হয়েছে। প্রাথমিক পর্যায়ে ছাত্রী ও ছাত্রের পরিমাণ যথাক্রমে ৫১ শতাংশ ও ৪৯ শতাংশ। অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ে ছাত্রী ও ছাত্রের সংখ্যা যথাক্রমে ৫৩ শতাংশ ও ৪৭ শতাংশ।’
শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর সাতারকুলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
দেশের শিক্ষা খাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে উল্লেখ করে সমাবর্তনে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়নে ব্যবহার করার কৌশল আয়ত্ত্ব করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এমন ধরনের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে হবে, যেন শিক্ষার্থীরা জাতীয় জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে তা কাজে লাগাতে পারে।’
ইউআইইউ সমাবর্তনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমে জড়িয়ে ফেলা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে, তখন একদল স্বাধীনতাবিরোধী এই উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমে জড়িয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে বেশকিছু তরুণ মেধাবী শিক্ষার্থী বিপথগামী হয়েছে।’ এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
দারিদ্র্য দূরীকরণকে চ্যালেঞ্জ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কিন্তু আমাদের লক্ষ্য সুদূরপ্রসারী ও দৃঢ়। ২০২১ সালের মধ্যে অর্থাৎ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই। ২০৪১ সালে আমরা উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে স্থান পেতে চাই। দারিদ্র্য দূরীকরণে শিক্ষার কোনও বিকল্প নেই।’
সমাবর্তনে ১৬১০ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। শিক্ষামন্ত্রী কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয় জন শিক্ষার্থীকে পদক দেন।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। সমাবর্তনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, ইউআইইউ উপাচার্য প্রফেসর ড. এম রেজওয়ান খান এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বক্তব্য রাখেন।

আরও পড়ুন-

জঙ্গিদমন নিয়ে প্রশ্ন তোলেন জ্ঞানপাপীরা: ডিএমপি কমিশনার

হাজারীবাগের দূষণ সরাতে কোনও পরিকল্পনা নেই!

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হচ্ছে
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হচ্ছে
পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন করলেন সুইডেনের প্রিন্সেস
পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন করলেন সুইডেনের প্রিন্সেস
এক‌দি‌নের রিমান্ড শে‌ষে কারাগারে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম
এক‌দি‌নের রিমান্ড শে‌ষে কারাগারে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম
যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা
যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার