X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাবির ভিসি ও প্রোভিসি: রকীব ও আনন্দ কুমারের নাম প্রস্তাব

এস এম আববাস ও সিরাজুচ ছালেকীন
১৬ এপ্রিল ২০১৭, ১৮:১৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৮:২২

ড. রাকীব আহমদ (বামে) ও অধ্যাপক আনন্দ কুমার সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ও উপ-উপাচার্য পদে নিয়োগ দিতে অধ্যাপক ড. রাকীব আহমদ ও অধ্যাপক আনন্দ কুমার সাহার নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে উপাচার্য ও উপ-উপচার্য পদে তাদের দু’জনের নিয়োগের প্রজ্ঞাপন দুয়েকদিনের মধ্যেই জারি করা হবে।
রবিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাদের নামের প্রস্তাব পাঠানো হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়) লায়লা আরজুমান্দ বানু। কে উপাচার্য আর কে উপ-উপাচার্য হচ্ছেন তা জানতে চাইলে সরকারের এই যুগ্মসচিব জানান, রাষ্ট্রপতির অনুমোদনের পর ফাইল ফেরত এলেই তা জানা যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের মেয়াদ শেষ হয় গত ২০ মার্চ। ওই দিন থেকেই পদ দু’টি শূন্য থাকে। বিশ্ববিদ্যালয়টিতে এর আগেও দুই দফা উপাচার্য ও উপ-উপাচার্যের পদ শূন্য ছিল ২০০৯ সালের ১০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি এবং ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত।
মন্ত্রণালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২০ মার্চ চার বছরের জন্য উপাচার্য পদে অধ্যাপক মুহাম্মদ মিজান উদ্দিন ও উপ-উপাচার্য পদে অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান নিয়োগ পান। গত ২০ মার্চ নিজ নিজ পদের মেয়াদ শেষে তারা দু’জন নিজ নিজ বিভাগে যোগদান করেন।
এরপর ওই শূন্য পদ পূরণে রেজিস্ট্রার দফতর থেকে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এসময় শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের দাবি তুলে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য রয়েছে। শিগগিরই যেন নিয়োগ দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রকীব আহমদ বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তার বাড়ি ফরিদপুর জেলায়।
১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে স্নাতক ও ১৯৮০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ড. রকীব আহমদ। ১৯৮১ সালে তিনি একই বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৪ সালে সহকারী, ১৯৯১ সালে সহযোগী ও ১৯৯৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এর মধ্যে ১৯৯০ সালে ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে ড. রকীব বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট প্রধান, কম্পিউটার সেন্টারের প্রশাসকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বর্তমানে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি মাগুরা জেলায়।

আরও পড়ুন-

সিটিং সার্ভিস বন্ধে দুর্ভোগে নারীরা

ভ্রাম্যমাণ আদালতের ভয়ে রাস্তায় নেই গাড়ি!

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা