X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রিশা হত্যাকাণ্ড: আসামি ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ১২:৩৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১২:৪২

রিশা ও ওবায়দুল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার একমাত্র আসামি ওবায়দুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেম এই একমাত্র আসামির বিরুদ্ধে বাংলাদেশে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করেন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ফাহমিদা আক্তার রিংকি।
ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগের গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন রিশার মা ও মামলার বাদী তানিয়া হোসেন।
অভিযোগ গঠন শেষে তাকে আদালত ওবায়দুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ মে আদালতে ডাকা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী রিংকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাঠগড়ায় দাঁড়ানো একমাত্র আসামিকে (ওবায়দুল হক) অভিযোগ পড়ে শোনালে সে নিজেকে নির্দোষ দাবি করে এবং ন্যয়বিচার চায়।’
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজের ওপর রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওবায়দুল। রিশাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মারা যায় রিশা। সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। তার বাবা রমজান হোসেন ও মা তানিয়া হোসেন। তাদের বাসা পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায়। রিশা হত্যার ঘটনায় মা তানিয়া হোসেন বাদী হয়ে গত ২৫ আগস্ট রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
গত বছরের ৩১ আগস্ট নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে ওবায়দুলকে গ্রেফতার করে ঢাকায় আনে পুলিশ। পরে তাকে রিমান্ডে নেওয়া হলে সে রিশাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করে। গত নভেম্বরে আসামি ওবায়দুল হককে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ও রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী হোসেন।

আরও পড়ুন-

জিজ্ঞাসাবাদে যা বলেছিলেন তাহমিদ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

/এসআইটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!