X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বনানী থেকে নিখোঁজ চার তরুণের একজন ফিরেছে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ২১:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২১:৩৫

মেহেদী রাজধানীর বনানী থেকে নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ নিখোঁজ চার তরুণের একজন বাসায় ফিরেছে। তার নাম মেহেদী হাসান। এই তরুণের বাসা বরিশালের বাবুগঞ্জ থানায়। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে অজ্ঞাত লোকজন তাকে সাভারে নামিয়ে দেয় বলে জানিয়েছে। ঢাকা মেট্রোপলিপটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ১ ডিসেম্বর রাতে বনানীর কাঁচাবাজার এলাকার নর্দান ক্যাফে থেকে খাবার খেয়ে বেরিয়ে যাওয়ার পর একসঙ্গে নিখোঁজ হয় সাফায়েত, পাভেল, সুজন ও মেহেদী নামে চার তরুণ। তাদের মধ্যে সাফায়েত ও পাভেল নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাফায়েত সম্প্রতি লেখাপড়া স্থগিত রাখলেও পাভেল ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের শেষ সেমিস্টারের ছাত্র ছিল।
সুজন কর্মরত ছিল বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে। ছোটবেলা থেকেই সে এশিয়াটিকের কর্ণধার আলী যাকেরের বাসায় থাকতো। আর নিখোঁজের আগে গত বছরের ২৬ নভেম্বর চাকরির ইন্টারভিউ দিতে বরিশাল থেকে ঢাকায় আসে মেহেদী। সুজনের সঙ্গে দেখা করতে গিয়ে এই তরুণও নিখোঁজ হয় বলে তার পরিবারের সদস্যদের দাবি। মেহেদী বাসায় ফিরলেও অন্য তিন যুবকের খোঁজ মেলেনি এখনও।
পুলিশের একটি সূত্র জানায়, মেহেদী এতদিন কোথাও আত্মগোপনে ছিলেন নাকি কেউ তাকে অপহরণ করেছিল সে বিষয়টি জানার চেষ্টা চলছে। এ ঘটনায় দায়ের হওয়া সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এটি তদন্ত করা হচ্ছে।’
এদিকে মেহেদীর চাচা ও নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি দায়েরকারী মাহবুব হাওলাদার বিষয়টি এড়িয়ে গেছেন। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘মেহেদীর বাসায় ফেরার বিষয়টি আমি জানি না। জানার চেষ্টা করছি।’
/এনএল/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে