X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানি দানেশের কাছে জাল রুপি তৈরির প্রশিক্ষণ নেয় শামছুল

রাফসান জানি
১৯ এপ্রিল ২০১৭, ০২:০০আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০২:৩৭

ডিবিতে আটক জাল রুপি প্রতারক চক্র পাকিস্তানি গিয়ে দেশটির নাগরিক দানেশের কাছে জাল রুপি তৈরির প্রশিক্ষণ নিয়েছিল শামছুল হক। দানেশের সঙ্গেই তার জাল রুপি ছাপানো ও বিক্রির ব্যবসার শুরু। তবে চাঁপাইনবাবগঞ্জের শামছুল পরে নিজেই দল তৈরি করে শুরু করে এই জালিয়াতি। নিজ জেলার শিবগঞ্জ ও যশোরের বেনাপোলে বাংলাদেশ-ভারত সীমান্তে জাল রুপি কেনাবেচার কাজ করত শামছুলের নেতৃত্বাধীন চক্র। সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আদাবর থানার মোহাম্মদীয়া হাউজিংয়ের বাসা থেকে ওই চক্রের মূল হোতা শামছুলসহ পাঁচ জন আটক হওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের (ডিবি উত্তর) জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে।
১৫ লাখেরও বেশি জাল রুপি ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ওই পাঁচ জনকে আটক করে ডিবি উত্তর। এই চক্রের মূল হোতা শামছুল হক। সাত-আট বছর ধরে রুপি জালিয়াতির সঙ্গে জড়িত সে। আটক হওয়া অন্যরা হলো— বুলবুল আহম্মদ, খাইরুল ইসলাম, শাহীন আক্তার ও আলমগীর হোসেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় আদাবর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ডিবি উত্তর ক্যান্টনমেন্ট জোনের টিমের কাছে রুপি জালিয়াতিতে জড়িত একটি চক্রের তথ্য ছিল। তারা জানতে পারেন, একটি সংঘবদ্ধ চক্র জাল রুপি তৈরি ও বেচাকেনা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। গোপন খবর ছিল, মোহম্মদীয়া হাউজিংয়ের ১১ নাম্বার রোডের ১৫/১ বাড়িতে জাল টাকা কেনাবেচার সঙ্গে জড়িত দু’জন অবস্থান করছে। এসব তথ্যের ভিত্তিতে ডিবি টিম আদাবরের ওই বাড়ির সামনে পৌঁছালে দুই সন্দেহভাজন বুলবুল আহম্মদ ও খাইরুল ইসলামকে পান। এসময় তল্লাশি করে ৩ লাখ ৪ হাজার রুপি উদ্ধার করা হয়।
এসব রুপির উৎস নিয়ে জিজ্ঞাসাবাদে তারা বাড়ির সপ্তম তলায় শামছুল হক ও তার চক্রের সদস্যদের উপস্থিতির কথা জানিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শামছুল হক, শাহীন আক্তার ও আলমগীর হোসেনকে আটক করে ডিবি। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ লাখ ৩০ হাজার রুপি উদ্ধার করা হয়। এছাড়া একটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন ও একটি জাল টাকার কাটার মেশিন জব্দ করা হয়।
ডিবির জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, জাল রুপির এই চক্রের মূল হোতা শামছুল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তার নেতৃত্বাধীন চক্রটি রুপি জাল করে সেগুলো বিক্রি করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও যশোরের বেনাপোলে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়। এর মধ্যে শিবগঞ্জে জাল রুপি বিক্রি করত নূর মোহাম্মদ ও জামাল। আর বেনাপোলে বিক্রি করত মিন্টু। বর্তমানে মিন্টু জাল রুপিসহ গ্রেফতার হয়ে ভারতীয় কারাগারে রয়েছে বলে ডিবি পুলিশকে জানিয়েছে শামছুল।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের শামছুল জানিয়েছে, প্রায় সাত-আট বছর ধরে পাকিস্তানি নাগরিক দানেশ ও তার স্ত্রী সঙ্গে জাল রুপির ব্যবসা করেছে সে। একাধিকবার পাকিস্তানেও গিয়েছে সে। সেখানেই সে জাল রুপি তৈরির প্রশিক্ষণ নেয়। এক পর্যায়ে সে নিজেই জাল রুপি তৈরি শুরু করে এবং নিজে একটি চক্র গড়ে তোলে।
অভিযানটির নেতৃত্ব দেওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ চক্রের আরও সদস্য রয়েছে। তাদেরকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, জাল নোট তৈরির আরও কয়েকটি প্রতারক চক্র এখনও সক্রিয় আছে।’
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘দেশের বিভিন্ন উৎসব উপলক্ষে প্রতারক চক্র সক্রিয় হয়। এরা টাকা জালিয়াতি করে। আর এই চক্রটি মূলত কাজ করে সীমান্ত এলাকায়। সারাবছর ধরেই এই ধরনের চক্র জাল মুদ্রার কারবার চালিয়ে থাকে।’

আরও পড়ুন-

নামেই আছে, কাজে নেই ‘বডি ওর্ন ক্যামেরা’

ফলের কার্টনে সাপের বিষ!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!