X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘বামপন্থী ও মৌলবাদীরা কওমি সনদের সরকারি ঘোষণার বিরোধিতা করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ১৮:০০আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৮:১৪



বক্তব্য রাখছেন ফরীদ উদ্দীন মাসঊদ এ সময়েও ইংরেজদের দুষ্টুবুদ্ধির চর্চা করে একশ্রেণির বামপন্থী ও  সুন্নিজামাত নামধারীরা কওমি সনদের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়াম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ইংরেজরা আলেমদের জনবিচ্ছিন্ন করে উপমহাদেশ শাসনের পথ প্রস্তুত করেছিল। একশ্রেণির বামপন্থীরা  এ দেশের উদার ও অসাম্প্রদায়িক আলেমদের জনবিচ্ছিন্ন করে রাখতে চায়। গত ১১ এপ্রিল মুক্তিযুদ্ধের সপক্ষশক্তির সঙ্গে আলেমদের সংযুক্ত হওয়াকে সহ্য করতে পারছে না জনবিচ্ছিন্ন একটিশ্রেণি। কারণ স্বাধীনতার সপক্ষশক্তির সঙ্গে ব্যবধান ঘুচে যাওয়ায় তারা নিজেদের লাভক্ষতির হিসাব নিকাশ কষছেন ।’

হাইকোর্টের সামনে ‘মূর্তি’ স্থাপনকে সাম্প্রদায়িকতা উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন,‘একটা সম্প্রদায়ের বিশ্বাসকে চাপিয়ে দেওয়াটাই সাম্প্রদায়িকতা। যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প উসকে দিতে চায়, তারা দেশের মঙ্গল চায় না।’
শিল্পের দিক থেকেও গ্রিকমূর্তিটি বিভ্রম সৃষ্টি করেছে দাবি করে তিনি বলেন, ‘গ্রিক মূর্তি তৈরিতে শিল্পের দিকটি বিবেচনা করলেও এটির শিল্পমান উন্নত নয়।গ্রিকের একনারীর শরীরে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। শিল্পবোদ্ধাদের প্রতিবাদ করা দরকার ছিল।’
মোনালিসার ছবির কথা উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘আজকে মোনালিসার সেই ছবি কিংবা পিকাসোর কোনও ছবির চরিত্র বদল করলে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠবে। অথচ গ্রিকমূর্তির ক্ষেত্রে কোনোও সমালোচনাই হয়নি।’

মাসঊদ বলেন,‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মী থেকে জাতির পিতার আসনে আসীন হয়েছেন। তাই তিনি কর্মীদের দুঃখদুর্দশা বুঝতে পারতেন। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ জমিয়তুল উলামা এক স্মরণীয় সাফল্য বয়ে এনেছে। আমেরিকার মতো দেশে নতুন প্রশাসন আসার পর উম্মতে মুসলিমার ওপরে যে অস্থিরতা এসেছিল, বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবৃন্দ পশ্চিমে সফর করায় তা প্রশমিত হয়।  মার্কিন প্রশাসন,ইউএস স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনায় আমরা এ কথা বুঝাতে সক্ষম হয়েছি যে, সন্ত্রাসীরা শুধুই সন্ত্রাসী। তাদের কোনও দেশ ও ধর্ম নেই। প্রবাসী মুসলমান ভাইদের সঙ্গে আলোচনা করে আমরা এ কথা বুঝাতে চেয়েছি যে, সবুর ও তাহাম্মুলের চেয়ে বড় কোনও অস্ত্র নেই। একমাত্র সবুরই জালেমকে মাথা নোয়াতে বাধ্য করে। তাই এমন কোনও কাজ করবো না, যার কারণে অন্য ভাইদেরও সমস্যায় পড়তে হয়।জমিয়ত নেতৃবৃন্দের সফরের সাফল্য এখন আপনাদের সামনে।’

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপরে নির্যাতনের বন্ধের ব্যাপারে জাপান সরকার, ইইউ এবং মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানে জমিয়তুল উলামা জোর প্রচেষ্টা চালিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাওলানা শামসুল হুদা খান, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা দেলোয়ার হোসইন সাইফী, মাওলানা হোসাইন আহমদ, কারী শামসুল হক, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা তাজুল ইসলাম কাসেমী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা মুঈনুল ইসলাম প্রমুখ।

/সিএ/ এপিএইচ/   

আরও পড়ুন: 

আ. লীগ দেশের রাজনীতিকে প্রতিবন্ধী করে রেখেছে: মির্জা ফখরুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী